Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

খাগড়াছড়িতে বিদেশি অস্ত্রসহ আটক ২

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ জানুয়ারী ২০১৯, ০১:৪৫ PM
আপডেট: ০১ জানুয়ারী ২০১৯, ০১:৪৫ PM

bdmorning Image Preview


খাগড়াছড়ির দুর্গম লক্ষ্মীছড়িতে অভিযান চালিয়ে যুক্তরাষ্ট্রের তৈরি অস্ত্র ও গুলিসহ সুবন্ত চাকমা (২০) ও দিপঙ্কর চাকমা (২২) নামে দুই ইউপিডিএফ কর্মীকে আটক করেছে নিরাপত্তা বাহিনী।

মঙ্গলবার ভোররাত সাড়ে ৪টার দিকে উপজেলার রাইঙ্গ্যামা ছড়া নামক এলাকা থেকে তাদের আটক করা হয়।

নিরাপত্তা বাহিনী জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোররাত সাড়ে ৪ টার দিকে গুইমারা রিজিয়নের লক্ষ্মীছড়ি জোনের অধিনায়ক লে. কর্নেল মো. মিজানুর রহমান মিজানের নেতৃত্বে উপজেলার রাইঙ্গ্যামা ছড়া নামক এলাকা থেকে ওই দুইজনকে আটক করা হয়। এ সময় যুক্তরাষ্ট্রের তৈরি ১টি M4A1 অস্ত্র, ১টি ম্যাগজিন, ৫৩ রাউন্ড তাজা গুলি, ১টি পোজ, ১টি সিলিং, দুইটি চাঁদা আদায়ের রশিদসহ একাধিক মোবাইল উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিজেদেরকে পাহাড়ের আঞ্চলিক সংগঠন পার্বত্য চট্টগ্রাম চুক্তিবিরোধী ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট-ইউপিডিএফের কর্মী বলে দাবি করেছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে পুলিশে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে নিরাপত্তা বাহিনী।

Bootstrap Image Preview