Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সোলজায়ের অধীনে ম্যানইউয়ের হ্যাটট্রিক জয়

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০১৮, ১০:০৭ AM
আপডেট: ৩১ ডিসেম্বর ২০১৮, ১২:৫৮ PM

bdmorning Image Preview


মোরিনহো কোচ থাকাকালীন যে দলকে মাঠে ছত্রভঙ্গ দেখাচ্ছিল, নতুন কোচের অধীনে সেই ম্যাঞ্চেস্টারকে আবার ইউনাইটেড মনে হচ্ছে৷ মোরিনহোর আমলে যে ম্যানইউ ক্রমাগত ড্র ও হারের মুখ দেখছিল, ওলে গানার সোলজায়ের দায়িত্ব নেওয়ার পরেই প্রিমিয়ার লিগে জয়ের হ্যাটট্রিক করল তারা৷ তাও রীতিমতো দাপটের সঙ্গে৷ 

ওলে গানার অন্তর্বর্তীকালীন কোচ হয়ে আসার পর কার্ডিফ সিটিকে তাদের ঘরের মাঠে ৫-১ গোলে উড়িয়ে দেয় ম্যাঞ্চেস্টার৷ পরে ওল্ড ট্র্যাফোর্ডে হাডার্সফিল্ডকে ৩-১ গোলে বিধ্বস্ত করে তারা৷ এবার এএফসি বোর্নমাউথকে নিজেদের মাঠে ৪-১ গোলে পরাজিত করে রেড ডেভিলসরা৷

উল্লেখযোগ্য বিষয় হল কোচের সঙ্গে ঝামেলার জেরে মোরিনহোর জমানায় যে পোগবা দলে কোণঠাসা ছিলেন, কোচ বদল হতেই সেই ফরাসি তারকাই পর পর দু’টি ম্যাচে জোড়া গোল করে জেতালেন দলকে৷ বোর্নমাউথের বিরুদ্ধে ম্যাঞ্চেস্টারের অপর দু’টি গোল করেন মার্কাস রাশফোর্ড ও রোমেলু লুকাকু৷

বোর্নমাউথের বিরুদ্ধে ম্যাচে একেবারে শুরুতেই গোল করে এগিয়ে যায় ইউনাইটেড৷ ৫ মিনিটের মাথায় রাশফোর্ডের পাস থেকে দুরন্ত টাচে গোল করেন পোগবা৷ ৩৩ মিনিটে হেরেরার ক্রস থেকে ম্যাচে নিজের তথা দলের হয়ে দ্বিতীয় গোল করেন পোগবা৷ ৪৫ মিনিটে অ্যান্থনীর পাস থেকে গোল করে স্কোর-লাইন ৩-০ করেন রাশফোর্ড৷ প্রথমার্ধের ইনজুরি টাইমে (৪৫+২) ব্রুকসের পাস থেকে ইউনাইটেডের জালে বল জড়িয়ে ব্যবধান কমান নাথান আকে৷ প্রথমার্ধের খেলা শেষ হয় ম্যাঞ্চেস্টারের অনুকূলে ৩-১ গোলে৷

দ্বিতীয়ার্ধে ম্যাঞ্চেস্টার আরও একটি গোল করলেও বেইলি লাল কার্ড দেখায় শেষ দশ মিনিট দশজনে খেলতে হয় ম্যাঞ্চেস্টারকে৷ ৭২ মিনিটে ম্যাচে ইউনাইটেডের চতুর্থ গোল করেন লুকাকু৷ তাঁকে গোলের পাস বাড়ান পোগবা৷ এই জয়ের ফলে ২০ ম্যাচে ম্যাঞ্চেস্টারের সংগৃহীত পয়েন্ট দাঁড়ায় ৩৫৷ তারা রয়েছে লিগ টেবিলের ছ’নম্বরে৷ পাঁচ নম্বরে থাকা আর্সেনালের থেকে তাদের ব্যবধান মাত্র ৩ পয়েন্টের৷

অন্যদিকে ক্রিস্টাল প্যালেস ও লেস্টার সিটির কাছে পর পর দু’টি ম্যাচে হারার পর প্রিমিয়র লিগে জয়ে ফিরল ম্যাঞ্চেস্টার সিটি৷ অ্যাওয়ে ম্যাচে সাউদাম্পটনকে ৩-১ গোলে হারিয়ে দেয় গুয়ার্দিওলারা৷ লিগের অপর ম্যাচে চেলসি ১-০ গোলে পরাজিত করে ক্রিস্টাল প্যালেসকে৷

Bootstrap Image Preview