Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

ফের রোনালদোকে ছাড়িয়ে গেলেন মেসি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০১৮, ০৯:৫৩ AM
আপডেট: ৩১ ডিসেম্বর ২০১৮, ০৯:৫৩ AM

bdmorning Image Preview


গত মৌসুমে ইউরোপীয়ান লিগগুলির মধ্যে সর্বোচ্চ গোলদাতা হয়ে ‘গোল্ডেন শ্যু’ পুরস্কার জিতেছেন লিওনেল মেসি৷ লা লিগায় ৩৪টি গোল করে এই পুরস্কার হাতে তোলেন বার্সা তারকা৷ তিনি পিছনে ফেলে দেন লিভারপুলের মোহম্মদ সালাহকে৷ ইংলিশ প্রিমিয়ার লিগে সালাহ ৩২টি গোল করেন৷ এক্ষেত্রে ক্রিশ্চিয়ানো রোনালদোর ছিলেন বেশ কিছুটা পিছনে৷ গত মৌসুমে লা লিগায় রিয়াল মাদ্রিদের হয়ে তিনি করেন ২৬টি গোল৷ 

`গোল্ডেন শ্যু’ পুরস্কারের দৌড়েই শুধু নয়, মেসি এবার রোনালদোকে পিছনে ফেলে দিলেন সবরকম টুর্নামেন্ট মিলিয়ে ২০১৮ ক্যালেন্ডার বর্ষে ইউরোপের সব থেকে বেশি গোল করার নিরিখেও৷ ২০১৮ সালে সব টুর্নামেন্ট মিলিয়ে মোট ৫১টি গোল করেন মেসি৷ তিনিই এবার ইউরোপের টপ গোল স্কোরার৷

রোনালদো ছিলেন বেশ কিছুটা পিছনে৷ গত মৌসুমে লা লিগায় রিয়াল মাদ্রিদের হয়ে তিনি করেন ২৬টি গোল৷  বছর শেষ করেন মেসির ঠিক পিছনে দ্বিতীয় স্থানে থেকে৷ ২০১৮ সালে তিনি গোল করেছেন ৪৯টি৷ বায়ার্ন মিউনিখের রবার্ট লেওয়ালডোস্কি বছর শেষ করেন এই তালিকার তৃতীয় স্থানে থেকে৷ তিনি ৪৬টি গোল করেছেন গোটা বছর জুড়ে৷

২০১৮’য় প্রায় ম্যাচ পিছু একটি করে গোল করেছেন মেসি৷ আর্জেন্তাইন তারকা সারা বছরে ম্যাচ খেলেছেন ৫৪টি৷ অর্থাৎ ম্যাচ পছু তাঁর গোলের গড় ০.৯৪৷

গত বছর টটেনহ্যামের হ্যারি কেন ছাপিয়ে গিয়েছিলেন মেসিকে৷ ২০১৭ সালে কেন ৫৬টি গোল করেছিলেন৷ মেসি করেছিলেন ৫৪টি গোল৷ তিনি দ্বিতীয় স্থানে থেকে বছর শেষ করেছিলেন৷

তার আগে ২০১৬ সালে আরও একবার লড়াইটা ছিল মেসি-রোনালদো কেন্দ্রীক৷ সেবারও মেসি টপকে গিয়েছিলেন ক্রিশ্চিয়ানোকে৷ মেসি গোল করেছিলেন ৫৯টি৷ ৫৫টি গোল করে দ্বিতীয় হয়েছিলেন রোনাল্ডো৷

Bootstrap Image Preview