Bootstrap Image Preview
ঢাকা, ২৩ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সিটি কলেজ কেন্দ্রে ভোট দিলেন প্রধানমন্ত্রী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০১৮, ০৮:২৬ AM
আপডেট: ৩১ ডিসেম্বর ২০১৮, ১২:৩৮ PM

bdmorning Image Preview


প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আজ সকাল আটটায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা সিটি কলেজ কেন্দ্রে তার ভোট প্রদান করেছেন।

এরআগে সকাল ৭টা ৪৫ মিনিটে সিটি কলেজের উদ্দেশ্যে রওনা হন শেখ হাসিনা। এ সময় কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়।

এ সময় শেখ হাসিনা বলেন, এবারের নির্বাচনেও জনগণ আমাদের ভোট দিবে। আমরা আবার জয়ী হয়ে সরকার গঠন করব। 

প্রধানমন্ত্রী বলেন, সারাদেশে আমাদের নেতাকর্মীদের উপর হামলা করা হচ্ছে। এ পর্যন্ত দশজনকে হত্যা করা হয়েছে। গতকালও ৪ জনকে হত্যা করা হয়েছে। নির্বাচনে ফলাফল যাই হোক আমরা মেনে নিব।

রাজধানীর ধানমন্ডি, হাজারীবাগ, নিউ মার্কেট এবং কলাবাগান থানা এলাকা নিয়ে ঢাকা-১০ সংসদীয় আসনের একটি ভোটকেন্দ্র ঢাকা সিটি কলেজ।

জাতীয় সংসদের এই আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এবং তার প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী আবদুল মান্নান।

উল্লেখ্য, এই কেন্দ্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৮ সালের ২৯ ডিসেম্বর নবম জাতীয় সংসদ নির্বাচন এবং ২০১৪ সালের ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন।

Bootstrap Image Preview