Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বাবা হলেন সেই এএসআই, লাখ টাকা দিলেন মাশরাফির স্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০১৮, ০৮:৫৮ PM
আপডেট: ২৯ ডিসেম্বর ২০১৮, ০৮:৫৮ PM

bdmorning Image Preview
সংগৃহীত


নড়াইল-২ আসনের আওয়ামী লীগের প্রার্থী ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজার নিরাপত্তাবহরে থাকা সদ্য প্রয়াত সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. মনিরুজ্জামান মিন্টুর (৪০) স্ত্রী রাবেয়া বেগম মেয়ে সন্তানের জন্ম দিয়েছেন।

আজ শনিবার দুপুরে নড়াইল সদর হাসপাতালে সিজারিয়ানের মাধ্যমে তিনি সন্তান প্রসব করেন।

হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. মশিউর রহমান বাবু জানান, রাবেয়া বেগম ও তার সন্তান সুস্থ আছে।

এদিকে মিন্টুর স্ত্রীর সন্তান জন্মদানের খবর পেয়ে রাবেয়া বেগমকে দেখতে হাসপাতালে যান মাশরাফি বিন মোর্ত্তজার স্ত্রী সুমনা হক সুমি। এ সময় জেলা প্রশাসক আনজুমান আরা এবং পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিনসহ প্রশাসন ও পুলিশের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রাবেয়া বেগমের চিকিৎসার জন্য সুমি এক লাখ টাকা দেন। এ ছাড়া ব্যক্তিগতভাবে জেলা প্রশাসক ১০ হাজার এবং পুলিশ সুপার ৭০ হাজার টাকা দিয়েছেন।

প্রসঙ্গত, বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মোর্ত্তজার নির্বাচনী প্রচারণায় গাড়িবহরে থাকা এএসআই মো. মনিরুজ্জামান মিন্টু গত বৃহস্পতিবার বিকেলে বুকে ব্যথা অনুভব করেন। পরে তাকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মনিরুজ্জামান যশোরের বাঘারপাড়া উপজেলার ইন্দ্রা গ্রামের মমিন বিশ্বাসের ছেলে।

Bootstrap Image Preview