Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আ.লীগের নির্বাচনী অফিসে আগুন, দুর্বৃত্তরা পুড়ালো ৫শ’ মণ ধান

বিডিমর্নিং ডেস্ক-
প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০১৮, ০৬:২৬ PM
আপডেট: ২৯ ডিসেম্বর ২০১৮, ০৬:২৬ PM

bdmorning Image Preview
ছবি: সংগৃহীত


নওগাঁর ধামইরহাটে আওয়ামী লীগের নেতা ও ইউপি সদস্য আমিনুরের ধানের পালায় আগুন দিয়ে প্রায় পাঁচশ’ মণ ধান পুড়িয়ে দিয়েছে পাশাপাশি দলের নির্বাচনী ক্যাম্পে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।

পৃথক দুটি ঘটনা ঘটেছে গতকাল শুক্রবার উপজেলার খেলনা ও আলমপুর ইউনিয়নে।

অপরদিকে আলমপুর ইউনিয়নের রঘুনাথপুর মোড়ে মধ্যরাতে আওয়ামী লীগের নির্বাচনী অফিস ভাঙচুর করে অগ্নিসংযোগ করেছে বলে দায়িত্বরত আওয়ামী লীগ নেতা আতাবুল ইসলাম জানান।

খেলনা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মেম্বার ওয়ার্ড আ’লীগ নেতা আমিনুর রহমান জানান, গতকাল শুক্রবার দিবাগত রাত অনুমানিক ২টার দিকে আমন ধানের তিনটি পালায় পেট্রোল দিয়ে আগুন দেয় দুর্বৃত্তরা। ঘটনাটি আখ বহনকারীরা দেখে চিৎকার করলে আমিনুর জানতে পেরে এসে পেট্রোলের গন্ধ পান এবং ওই সময় সমস্ত ধান পুড়ে ভষ্মীভূত হয়ে যায়।

ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান আ. ছালামের দাবি, নির্বাচনী সহিংসতার অংশ হিসেবে জামায়াত-বিএনপি’র গুন্ডাবাহিনী এমন কার্যক্রম চালিয়েছে।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন থানা পুলিশ। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছিল।

Bootstrap Image Preview