Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ ৩ জনের মৃত্যু

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০১৮, ০৯:৪৪ PM
আপডেট: ২৮ ডিসেম্বর ২০১৮, ০৯:৪৬ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাইয়ে ট্রাকের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে বাবা মেয়েসহ ৩ জন নিহত হয়েছেন।

নিহতরা হলেন বড়তাকিয়া রেলস্টেশন এলাকার সুলতান (২৮), তার মেয়ে ইসরাত মোনতাহা (১), অটোরিক্সা চালক নেজাম (৪০)। আহত যাত্রীর নাম রোজিনা আক্তার (২০)।

শুক্রবার সকাল ১১টার সময় চট্টগ্রাম মহাসড়কের বড়তাকিয়া এলাকায় এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, নিহতরা একটি অটোরিক্সা করে বাজার থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় চট্টগ্রামমুখি একটি ট্রাকের সঙ্গে অটোরিক্সাটির মুখোমুখি সংঘর্ষ হয়।

আহতকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। স্থানীয়ইউনিয়ন পরিষদ মেম্বার গোপাল জানান, ঘটনাস্থলে অটোরিক্সায় থাকা বাবা মেয়ে নিহত হন। আহত ২ জনকে হাসপাতালে নেওয়ার পথে অটো রিক্সাচালক নেজাম মারা যান।

এ বিষয়ে জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সোহেল সরকার জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ বিষয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Bootstrap Image Preview