Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

বাজারে আসছে ৪৮ মেগাপিক্সেলের শাওমি স্মার্টফোন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০১৮, ০৫:২৮ PM
আপডেট: ২৮ ডিসেম্বর ২০১৮, ০৫:২৮ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


একটা সময় প্রথাগত ক‍্যামেরার স্থান দখল করবে স্মার্টফোন। সাম্প্রতিক বছরগুলোতে ক্যামেরার উন্নতি সে দিকেই যাচ্ছে। সেই পথে হাঁটছে শাওমিও। জনপ্রিয় ব্র্যান্ডটি এবার আনছে ৪৮ মেগাপিক্সেলের ক্যামেরা ফোন। সম্প্রতি চীনের এক মাইক্রো ব্লগিং ওয়েবসাইটে এ কথা জানিয়েছেন কোম্পানির প্রেসিডেন্ট লিন বিন।

২০১৯ সালের শুরুতে স্ন্যাপড্রাগন ৬৭৫ চিপসেট ব্যবহার করে নতুন স্মার্টফোন উন্মুক্ত করবে কোম্পানি। এই প্রসেসরে ৪৮ মেগাপিক্সেল পর্যন্ত ক্যামেরা সমর্থন করে।

চলতি বছরের শুরুতে ফোনের ক‍্যামেরার উন্নয়নে আলাদা একটি বিভাগও চালু করেছে চীনা অ্যাপল খ্যাত প্রতিষ্ঠানটি। এত দিনের গবেষণার ফল আসতে শুরু করেছে। স্মার্টফোনে ক্যামেরা নিয়ে আগামী বছর চমক দেখাতে যাচ্ছে ব্র্যান্ডটি।

আগামী জানুয়ারিতে শাওমি আনতে যাচ্ছে ৪৮ মেগাপিক্সেল ক‍্যামেরা সমৃদ্ধ ফোন। সামাজিক যোগাযোগ মাধ‍্যম উইবোতে শাওমির সহপ্রতিষ্ঠাতা এবং সভাপতি লিন বিনের এক পোস্টে ফোনটির ব্যাপারে ইঙ্গিত পাওয়া যায়।

লিন বিন একটি ফোনের পেছনের অংশের ছবি উইবোতে শেয়ার করেন। এতে দেখা যায়, ফোনের ক‍্যামেরা ও ফ্ল‍্যাশের নিচে লেখা রয়েছে  ’48MP camera’।

এ ছবি থেকে ধারণা করা হচ্ছে, শাওমির পরবর্তী কোন এক মেগা ফোনে ৪৮ মেগাপিক্সেল ক‍্যামেরা পাওয়া যাবে। সংশ্লিষ্টদের মতে, ক‍্যামেরায় থাকবে সনির আইএমএক্স৫৮৬ সেন্সর। ডিভাইসটির নাম কি হবে কিংবা কনফিগারেশন কেমন হবে সে সম্পর্কে কোনো তথ‍্য জানা যায়নি।

বেশি মেগাপিক্সেলের ক‍্যামেরার ফোন বাজারে আনা নতুন কোনো ঘটনা নয়। ইতোমধ‍্যে হুয়াওয়ে পি২০ প্রো ও মোট ২০ প্রো ডিভাইসে ৪০ মেগাপিক্সেল ক‍্যামেরা ব‍্যবহার করা হয়েছে।

এ ছাড়া কয়েক বছর আগে নকিয়া ৮০৮ পিউরভিউ ফোনে ৪১ মেগাপিক্সেল ক‍্যামেরা দেখা যায়

বিন জানিয়েছেন গত কয়েক সপ্তাহ ধরেই তিনি এই ক্যামেরা পরীক্ষা করছেন। জানুয়ারি মাসে বাজারে আসবে এই স্মার্টফোন। যদিও এই ফোনের নাম জানাননি শাওমি প্রেসিডেন্ট।

Bootstrap Image Preview