Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রাণীনগরে ৪৯ ভোট কেন্দ্রের মধ্যে ২৩টি অতি গুরুত্বপূর্ণ

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০১৮, ০৪:২৬ PM
আপডেট: ২৮ ডিসেম্বর ২০১৮, ০৪:২৬ PM

bdmorning Image Preview


আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁর রাণীনগর উপজেলায় মোট ৪৯টি ভোট কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এসব কেন্দ্রের মধ্যে ২৩টি ভোট কেন্দ্র অতি গুরুত্বপূর্ণ হিসেবে চিহিৃত করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

রাণীনগর উপজেলা রির্টানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আল মামুন জানান, উপজেলার ৮টি ইউনিয়নে মোট ৪৯টি ভোট কেন্দ্রের তালিকা করা হয়েছে। এসব কেন্দ্রে ভোট দেবেন ভোটাররা। রাণীনগর উপজেলার মোট ভোটার ১ লক্ষ ৪৪ হাজার ৪০৮ জন। পুরুষ ভোটার ৭২ হাজার ১৪৯ জন,  মহিলা ভোটার ৭২ হাজার ২৫৯ জন।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএসএম সিদ্দিকুর রহমান জানান, থানা সদর থেকে কেন্দ্রের দূরত্ব, রাস্তাঘাট, যোগাযোগ ব্যবস্থা, পূর্বের রেকর্ড অনুযায়ী বিভিন্ন গোয়েন্দা শাখার ও থানা পুলিশের তথ্যনুসন্ধানে ৪৯টি কেন্দ্রের মধ্যে ২৩টি কেন্দ্রকে অতি গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

এসব অতি গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোর মধ্যে রয়েছে, রাণীনগর সদর ইউনিয়নে রাণীনগর-২ সরকারি প্রাথমিক বিদ্যালয়, ইউনাইটেড উচ্চ বিদ্যালয় সিম্বা, দাউদপুর বেলবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় (নতুন ও পুরাতন ভবন), কাশিমপুর ইউনিয়নে ত্রিমোহনী সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাশিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোনা ইউনিয়নে ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঘোষগ্রাম কফিলিয়া উচ্চ বিদ্যালয়, বিজয়কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়।

এ ছাড়াও পারইল ইউনিয়নে বিশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, কামতা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বোহার ইসলামিয়া দাখিল মাদ্রাসা, বড়গাছা ইউনিয়নে গহেলাপুর এনএম উচ্চ বিদ্যালয়, বড়গাছা ইউপি ভবন, লক্ষীকোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, কালীগ্রাম ইউনিয়নে রাতোয়াল বিশ্ব কবী রবীন্দ্রনাথ উচ্চ বিদ্যালয়, করজগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়, আবাদপুকুর উচ্চ বিদ্যালয়, একডালা ইউনিয়নে গুয়াতা সরকারি প্রাথমিক বিদ্যালয়, সঞ্জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মিরাট ইউনিয়নে মিরাট উচ্চ বিদ্যালয়, কিসমতহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং আতাইকুলা সরকারি প্রাথমিক বিদ্যালয়।

ওসি সিদ্দিকুর রহমান আরো জানান, এসব কেন্দ্রে গ্রহণযোগ্য, অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটাররা যেন ভোট দিতে পারেন সে জন্য কয়েক স্তরে নিরাপত্তা জোরদার করার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Bootstrap Image Preview