Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নাটোরে অগ্নিকাণ্ডে দোকান ভস্মিভূত, ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

অমর ডি কস্তা, নাটোর প্রতিনিধিঃ 
প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০১৮, ০৩:৩৭ PM
আপডেট: ২৮ ডিসেম্বর ২০১৮, ০৩:৩৭ PM

bdmorning Image Preview


নাটোর সদর উপজেলায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে দুইটি দোকানঘর ভস্মিভূত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) রাত ১০টার দিকে সদর উপজেলার দরাপপুর বাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, উপজেলার দরাপপুর বাজারে অবস্থিত সাইদুল ও নাজমুলের পৃথক দুইটি মুদিখানা দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন তীব্র আকার ধারণ করে। এসময় বাজারের নাইট গার্ডসহ অন্যান্যরা আগুন দেখতে পেয়ে চিৎকার শুরু করে।

পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে নাটোর ফায়ার সার্ভিস ও দয়ারামপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়য়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে সাইদুলের দোকানের দুইটি ফ্রিজসহ প্রায় সাড়ে ৩ লক্ষ টাকা এবং নাজমুলের দোকানের প্রায় দেড় লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকাণ্ডে সর্বশান্ত গরীব দুই মুদি ব্যবসায়ী সাহায্যের আবেদন জানিয়েছেন। 

Bootstrap Image Preview