Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শরীয়তপুরে অগ্নিকাণ্ডে ১৫ দোকান ভস্মীভূত

শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০১৮, ১০:০৮ AM
আপডেট: ২৮ ডিসেম্বর ২০১৮, ১০:০৮ AM

bdmorning Image Preview


শরীয়তপুর সদর উপজেলায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৩টি দোকান ভস্মীভূত হয়েছে। এঘটনায় প্রায় ২ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ক্ষতিগ্রস্তরা। 

গতকাল বৃহস্পতিবার রাত সোয়া ২টার দিকে সদর উপজেলার চৌরঙ্গীতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে প্রায় এক ঘণ্টা চেষ্টার পর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিটের থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তে ১৩টি দোকানে আগুন ছড়িয়ে পড়ে। 

তবে ভূক্তভোগীদের অভিযোগ, আগুন লাগার সাথে সাথে ফায়ার সার্ভিসকে জানানো হলেও ফায়ার সার্ভিসের কর্মীরা যথা সময় আসতে পারেনি। তাই অগ্নিকাণ্ডে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করছে ক্ষতিগ্রস্তরা। 

ক্ষতিগ্রস্ত দোকানের মধ্যে রয়েছে ৪টি বড় মুদি দোকান, ১টি হার্ডওয়ারের দোকান, ২টি মোবাইলের দোকান, ১টি খাবারের হোটেল, ৩টি চা-বিস্কুটের দোকান, ১টি লন্ড্রির দোকান এবং ১টি ফুলের দোকান। এতে প্রায় ২ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ভূক্তভোগীদের।

এ ব্যাপারে পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান বলেন, অগ্নিকাণ্ড পুরোপরি নিয়ন্ত্রণে আনতে এক ঘণ্টারও বেশি সময় লেগেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা যথা সময় পৌঁছাতে পারেনি। তাছাড়া ফায়ার সার্ভিসের গাড়িতে পানিও ছিল না। ফায়ার সার্ভিস সঠিক সময়ে পৌঁছাতে পারলে হয়তো ক্ষতির পরিমাণ আরও কম হতো বলে মনে করেন পুলিশের এ কর্মকর্তা।  

Bootstrap Image Preview