Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

পাকিস্তানের বিপক্ষে বিরল রেকর্ডটি করেই ছাড়লেন স্টেইন 

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০১৮, ১২:১৬ AM
আপডেট: ২৭ ডিসেম্বর ২০১৮, ১২:১৬ AM

bdmorning Image Preview


পাকিস্তানের বিপক্ষে বক্সিং’ডে টেস্টের প্রথম দিনই বিরল রেকর্ডের মালিক হলেন ডেল স্টেইন। দক্ষিণ আফ্রিকার পক্ষে সর্বোচ্চ উইকেট শিকারী বোলার এখন তিনি। সতীর্থ ও সাবেক অধিনায়ক পোলককে টপকে যান স্টেইন।

স্টেইন যখন এই রেকর্ডের মালিক হন তখন ধারাভাষ্যকার ছিলেন পোলক। এ সময় স্টেইনের প্রশংসা করে পোলক বলেন, ‘অবশ্যই দুর্দান্ত পারফরমেন্স, অবশ্যই চ্যাম্পিয়ন বোলার এবং পেস অ্যাটাকের সত্যিকারের নেতা।’

২০০৪ সালে টেস্ট অভিষেক হয় স্টেইনের। তবে ক্যারিয়ারের সেরা সময় তিনি পার করেছেন ২০০৯ থেকে ২০১৫ সাল পর্যন্ত। এই ছয় বছর জাতীয় দলের হয়ে টানা ৪৮টি টেস্ট খেলেছেন স্টেইন। ২১ দশমিক ৭২ গড়ে ২৩২ উইকেট শিকার করেন স্টেইন। যার স্বীকৃতি হিসেবে রেকর্ড ২৬৩ সপ্তাহ আইসিসি টেস্ট র‌্যাংকিং-এ বোলারদের তালিকায় শীর্ষে ছিলেন এই পেসার।

২০১৫ সালে ৮০তম টেস্টে নিজের ৪শতম উইকেট শিকার করেন স্টেইন। ৪শ উইকেট শিকারের ক্ষেত্রে এটি দ্রুততম। এরপরই পোলকের রেকর্ড ভেঙ্গে ফেলার স্বপ্ন দেখতে থাকেন স্টেইন। কিন্তু তার স্বপ্নে বাঁধা হয়ে দাড়ায় ইনজুরি। চারটি বড় ইনজুরিতে পড়ে মাঠের বাইরে চলে যান স্টেইন। ফলে পোলকের রেকর্ড ভাঙ্গাটা দেরি হয়ে যায় তার জন্য।

২০১৫ সালে ভারতের বিপক্ষে কুচকির ইনুজরির পর ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে সিরিজের প্রথম টেস্টে কাঁধের ইনজুরিতে পড়েন স্টেইন। পরে ইনজুরি থেকে ফিরলেও ২০১৬ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে আবারো কাঁধের সমস্যায় পড়লে ১৫টি টেস্ট মিস করেন স্টেইন।
 

Bootstrap Image Preview