Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ধানের শীষের প্রার্থীর ওপর হামলা, ৯টি গাড়ি ভাঙচুর

চট্টগ্রাম প্রতিনিধি:
প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০১৮, ০৯:৩৫ PM
আপডেট: ২৬ ডিসেম্বর ২০১৮, ০৯:৩৫ PM

bdmorning Image Preview


চট্টগ্রাম জেলার হাটহাজারীতে নির্বাচনি প্রচারের সময় ধানের শীষের প্রার্থী কল্যাণ পাটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব:) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম ও তাঁর সমর্থকদের ওপর হামলার ঘটনা ঘটেছে।

বুধবার (২৬ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কে হাটহাজারী উপজেলার ধলই ইউনিয়নের মনিয়াপুকুর গ্রামে এই ঘটনা ঘটে।

এ সময় নয়টি গাড়িও ভাঙচুর করা হয়। হামলার সময় তিনি গ্রামের একটি বাড়িতে আশ্রয় নিয়ে নিজেকে রক্ষা করেন। পরে ওই বাড়িতেও ভাঙচুর করা হয়েছে বলে জানিয়েছেন ইবরাহিম।

ধলই ইউনিয়নে গণসংযোগ শেষে গাড়িবহর নিয়ে কর্মী-সমর্থকসহ সৈয়দ ইবরাহিম ফিরছিলেন। তাদের গাড়ি মনিয়াপুকুর উচ্চ বিদ্যালয়ের সামনে আসার পর স্লোগান দিয়ে ২০-২২ জন যুবক গাড়িতে আক্রমণ করে।

এ সময় তারা নির্বিচারে গাড়ি ভাঙচুর ও মারধর শুরু করলে গাড়ি থেকে নেমে নেতাকর্মীরা ইবরাহিমকে বিদ্যালয়ের পেছনে একটি বাড়িতে নিয়ে যান। ধানের শীষের প্রার্থী ওই বাড়িতে আশ্রয় নেওয়ার খবর পেয়ে হামলাকারী যুবকরা সেখানে গিয়ে ভাঙচুর চালায়। তবে ইবরাহিম যে কক্ষে আশ্রয় নিয়েছিলেন হামলাকারীরা সেটির সন্ধান না পাওয়ায় তিনি আঘাতপ্রাপ্ত হননি বলে জানিয়েছেন।

ইবরাহিম জানান, হামলায় তাদের গাড়িবহরে ৫টি সিএনজি অটোরিকশা এবং মাইক্রোবাস ও প্রাইভেট কার মিলিয়ে আরও ৪টি গাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে। আহত হয়েছেন অন্তত চার জন।

Bootstrap Image Preview