Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ক্রীড়াক্ষেত্রে ফুটবলে ২০১৮ সালে আলোচিত কয়েকটি ঘটনা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০১৮, ১২:১৪ PM
আপডেট: ২৬ ডিসেম্বর ২০১৮, ১২:১৪ PM

bdmorning Image Preview


আর কয়েক দিন, তার পরেই শেষ হয়ে যাবে ২০১৮। তবে ফেলে যাওয়া বছরের স্মৃতি অনেক। ক্রীড়াজগতেও তার শেষ নেই। চলতি বছরে নিজ নিজ খেলায় দাপিয়ে বেড়িয়েছেন অনেক তারকা। আবার দলগত বিভাগে নিজেদের সেরাটা দিয়ে দেশকে খেতাব এনে দেওয়ার চিত্রও কম নয়।

দেখে নিন ২০১৮-র তেমনই কিছু না ভোলা ক্রীড়াচিত্র:

চলতি বছর রাশিয়া বিশ্বকাপে ক্রোয়েশিয়াকে হারিয়ে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন হয় ফ্রান্স। ১৯৯৮-এর পর। টুর্নামেন্টের শুরু থেকেই নজর কাড়তে থাকেন এমবাপে, পোগবারা। প্রি-কোয়ার্টারে আর্জেন্টিনা, সেমিতে বেলজিয়াম এবং ফাইনালে ক্রোয়েশিয়াকে হারিয়ে বিশ্বসেরার খেতাব। অন্য দিকে ক্রোয়েশিয়া প্রথম বার বিশ্বকাপের ফাইনালে উঠলেও চ্যাম্পিয়ন হতে পারেনি। তবে তাদের অধিনায়ক লুকা মদরিচ বিশ্বকাপের সেরা খেলোয়াড় নির্বাচিত হন।

গত এক দশক ধরে বিশ্ব ফুটবল দাপাচ্ছনে রোনালদো এবং মেসি। তবে তাঁদের সেই আসনে কিন্তু চলতি বছর ভাগ বসান ক্রোয়েশিয়ার মদরিচ। মেসি-রোনালদোকে সরিয়ে ব্যালন ডি-ওর খেতাব জেতেন তিনি। শুধু তা-ই নয়, ফিফার দ্য বেস্ট এবং উয়েফার সেরা খেলোয়াড়ও নির্বাচিত হন তিনি।

চলতি বছর অ্যাওয়ে সিরিজে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মুখোমুখি হয় অস্ট্রেলিয়া। তবে এই সিরিজ রীতিমতো হইচই ফেলে দেয় বিশ্বজুড়ে। কারণ কেপ-টাউন টেস্টে বল-বিকৃতি কাণ্ডের জেরে ক্রিকেট থেকে নির্বাসিত হন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ এবং ডেভিড ওয়ার্নার।

চলতি বছর চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে লিভারপুলকে হারিয়ে পরপর তিনবার অর্থাত্‍ চ্যাম্পিয়ন্স লিগ জয়ের হ্যাটট্রিক করে রিয়াল মাদ্রিদ। এই নিয়ে মোট ১৩ বার চ্যাম্পিয়ন হল স্প্যানিশ দলটি। ফাইনালে দলের হয়ে জোড়া গোল করেন গ্যারেথ বেল। ওপর গোলটি করিম বেঞ্জেমার।

রিয়াল মাদ্রিদের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে চলতি বছর রেয়াল মাদ্রিদের সঙ্গে ৯ বছরের সম্পর্কও ছেদ করে জুভেন্টাসে পাড়ি দেন সি আর সেভেন। প্রায় ১০ কোটি পাউন্ডে তাঁকে বিক্রি করে রিয়াল।

২০১৪ সালে জোসে মোরিনহোকে কোচ করে নিয়ে আসে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। ক্লাবকে তিনটি ট্রফি দেন। তবে চলতি মৌসুমের শুরুটা ভালো হয়নি ম্যানইউ-র। একই সঙ্গে বাকি টুর্নামেন্টগুলিতেও আশাহত পারফরমেন্স। যার ফলে কোচের পদ থেকে তাঁকে বরখাস্ত করে ম্যানইউ কতৃপক্ষ।

গত ২২ বছর আর্সেনালের কোচ ছিলেন ফরাসি কিংবদন্তি কোচ আর্সেন ওয়েঙ্গার। ১৯৯৬ সালে লন্ডনের ক্লাবটির কোচ নিযুক্ত হন। দু'দশকের বেশি সময়ের পর চলতি বছর ক্লাব ছাড়েন তিনি। কোচ হিসাবে বিশ্বের সবচেয়ে পুরোনো জাতীয় টুর্নামেন্ট অর্থাত্‍ এফএ কাপ জিতেছেন সাত বার। যা সর্বোচ্চ। 

চলতি বছরের ৪ ডিসেম্বর ক্রিস্তিয়ানো রোনালদো ও লিওনেল মেসির রাজত্বে হানা দেন লুকা মদরিচের । সময়ের সেরা দুই খেলোয়াড়ের ব্যক্তিগত সাফল্যের বৃত্ত ভেঙে বসলেন তিনি বিশ্বসেরার সিংহাসনে। অসাধারণ এক বছর কাটানোর পুরস্কার হিসেবে ক্রোয়েট মিডফিল্ডার হাতে তুললেন ২০১৮ সালের ব্যালন ডি’অর।

ব্যালন ডি’অরে মেসি-রোনালদো যুগ শুরুর আগে ২০০৭ সালে সবশেষ খেলোয়াড় হিসেবে কাকা হাতে তুলেছিলেন পুরস্কারটি। এরপর থেকে হয় মেসি, নয়তো জিতেছেন রোনালদো। ‘সোনার বল’টি পাঁচবার করে হাতে তুলেছেন দুজন। মেসি তো টানা চার বছর কাউকে আসতেই দেননি পুরস্কারটির কাছে! ২০০৮ সাল থেকে তৈরি হওয়া এই বৃত্তে রোনালদো আবার সবশেষ দুই বছরের বিজয়ী ছিলেন রোনালদো।

Bootstrap Image Preview