Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

ভোটারদের টাকা বিতরণের সময় ৪ লক্ষ টাকাসহ গ্রেফতার ২

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০১৮, ১০:১৫ AM
আপডেট: ২৫ ডিসেম্বর ২০১৮, ১০:১৫ AM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


রাজধানী ঢাকায় জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটারদের মধ্যে টাকা বিতরণকালে শহীদ (৫৮) ও মোহিদ (৪৫) নামে  ২ জনকে গ্রেফতার করেছে ডিএমপি’র গোয়েন্দা পূর্ব বিভাগ।

এ সময় তাদের নিকট হতে ৪ লক্ষ টাকা উদ্ধার করে জব্দ করা হয়। এই টাকা তারা ভোটারদের মাঝে বিতরণ করতে এসেছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশকে জানায়।

গোয়েন্দা পুলিশের নিকট তথ্য আসে যে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কয়েকজন ব্যক্তি ভোটারদের মাঝে টাকা বিতরণ করছে। এমন তথ্যের ভিত্তিতে ২৪ ডিসেম্বর দুপুর আনুমানিক আড়াইটার সময় শাহজাহানপুর থানা এলাকার আল-বারাকাহ হাসপাতালের সামনে অভিযান চালায় ডিবি পূর্ব বিভাগের মতিঝিল জোনাল টিম। অভিযানে ৪ লক্ষ টাকাসহ তাদের গ্রেফতার করা হয়।

ডিবি পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (পূর্ব) আতিকুল হক বলেন, “তারা মির্জা আব্বাসের বাড়ি থেকে বের হয়ে ভোটারদের টাকা বিতরণ করছিলেন। আমরা তাদের হাতেনাতে ধরি। তাদের সাথে আরো কিছু লোকজন ছিল। তবে, তারা পালিয়ে যায়”। “আমরা তাদের জিজ্ঞাসাবাদ করছি। তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে”, যোগ করেন তিনি।

Bootstrap Image Preview