Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শ্রীপুরে সারাহ্ কম্পোজিট মিলে অগ্নিকাণ্ড

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০১৮, ০৬:৪৭ PM
আপডেট: ২৪ ডিসেম্বর ২০১৮, ০৬:৪৭ PM

bdmorning Image Preview


গাজীপুরের শ্রীপুর পৌর শহরের কেওয়া বাজারে সারাহ কম্পোজিট মিলস লিমিটেডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে কাঁচামাল, মেশিনপত্র ও মূল্যবান তৈরী পণ্য পুড়ে গেছে।

আজ সোমবার সকাল ছয়টার দিকে কারখানাটির ব্রেকিং কার্ড কক্ষ থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ। পরে ৬টা থেকে বেলা ১১টা পর্যন্ত চেষ্টা চালিয়ে দমকল বাহিনীর আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনেন। জানা যায়, কারখানায় পাটের তৈরী ও সিনথেটিকের পণ্য উৎপাদন করা হয়।

কারখানার জৈষ্ঠ উৎপাদন কর্মকর্তা আমিনুল হক জানান, ভোর পৌনে ছয়টার দিকে কারখানার কর্মচারীদের একটি শিফট কাজশেষ করে বের হচ্ছিল। এ সময় আরেকটি শিফটের কর্মীরা কারখানার ভেতর প্রবেশ করছিল। এ সময়ের মধ্যে কারখানাটির মূল ভবনের ব্রেকিং কার্ড রুমে অগ্নিকান্ডের সৃষ্টি হয়।

জ্যৈষ্ঠ কারখানা কার্য ব্যবস্থাপক মো. জিয়াউল হক খান বলেন, আগুনে কারখানার গুদাম, পাট ও সিনথেটিক জাতীয় কাঁচামাল, তৈরী পণ্য এবং সিনথেটিক পণ্য তৈরীর যন্ত্রাংশ পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপনের চেষ্টা চলছে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আক্তারুজ্জামান লিটন জানান, খবর পেয়ে গাজীপুর ফায়ার সার্ভিসের জয়দেবপুর, শ্রীপুরের মাওনা ও ময়মনসিংহের ভালুকা ফায়ার সার্ভিসের মোট আটটি ইউনিট একযোগে আগুন নিয়ন্ত্রণের কাজে অংশ নেয়। বেলা সোয়া ১১টায় কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

তিনি বলেন, প্রথমে ওই কারখানার শেডে আগুণ লাগে। পরে দ্রুত পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। গুদামে থাকা সূতা, পাট ও পাটজাত পণ্য, বিভিন্ন দাহ্য উপকরন, কারখানার ভেতরে থাকা মেশিন ও মালামাল পুড়ে ছাই হয়ে যায়।  তবে তাৎক্ষণিক আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ  নিরূপন করা যায়নি। তিনি আরও বলেন, এ ঘটনায় মোমেন (১২) নামে এক শিশু অগ্নিকাণ্ডের ঘটনা দেখতে গিয়ে পা পুড়ে গেছে। তাকে প্রথমে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 

Bootstrap Image Preview