Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বার্সেলোনাকে টপকে রিয়ালের চতুর্থ ক্লাব শিরোপা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০১৮, ১০:৩৯ AM
আপডেট: ২৪ ডিসেম্বর ২০১৮, ১০:৪০ AM

bdmorning Image Preview


চলতি বছর মে মাসে প্রথম ফুটবল ক্লাব হিসেবে টানা তিনবার ইউরোপ সেরার খেতাব এসেছিল ঝুলিতে। আর বছর শেষে ক্লাব ওয়ার্ল্ড কাপেও টানা তৃতীয়বারের জন্য নিজেদের নাম খোদাই করে নিল স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। ট্রফি জয়ের পথে শনিবার আল আইন এফসি’কে ৪-১ গোলে পরাজিত করল স্যান্টিয়াগো সোলারির ছেলেরা। সেইসঙ্গে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে টপকে চতুর্থবার ক্লাব ওয়ার্ল্ড কাপ জয়ের স্বাদ পেল মাদ্রিদের ক্লাবটি।

২০০৯, ২০১১ এবং ২০১৫ সালে ফিফা ক্লাব ওয়ার্ল্ড ক্লাব চ্যাম্পিয়ন হয়েছিল বার্সেলোনা। ২০১৭ ট্রফি জয়ের সঙ্গে সঙ্গে বার্সেলোনার সেই নজির স্পর্শ করেছিল রিয়াল মাদ্রিদ। আর ২০১৮ ট্রফি জিতে বার্সাকে ছাপিয়ে গেল তো বটেই, সেইসঙ্গে প্রথম ক্লাব হিসেবে এই টুর্নামেন্ট জয়ের হ্যাটট্রিক করল লস ব্ল্যাঙ্কোসরা।

লোপেতেগুইকে সরিয়ে দলের ম্যানেজার পদে আসীন হওয়ার পর এটাই প্রথম মেজর ট্রফি বা সাফল্য সোলারির। তাই টুর্নামেন্ট জয়ের পর দলের ফুটবলারদের প্রশংসা করে মদ্রিচদের আর্জেন্তাইন কোচ অবশ্য কৃতিত্ব দিচ্ছেন ক্লাবের প্রাক্তন ম্যানেজার জিনেদিন জিদানকে। জানালেন, ‘আমরা খুশি। কঠোর পরিশ্রমের পর এই জয় এসেছে। যোগ্য হিসেবেই আমার ছেলেরা এই ট্রফি জিতেছে।’ পাশাপাশি প্রতিপক্ষকেও প্রশংসায় ভরিয়ে দেন সোলারি।

এদিন ম্যাচের ১৪ মিনিটে ব্যালন ডি’অর লুকা মদ্রিচের গোলে এগিয়ে যায় মাদ্রিদ। ক্লাবের হয়ে কোনও টুর্নামেন্টের ফাইনালে এটিই তাঁর প্রথম গোল। এরপর ৬০ মিনিটে ক্লাবের হয়ে নিজের প্রথম গোলটি করে ফাইনালে ব্যবধান দ্বিগুণ করেন মার্কোস লরেন্তে। ৭৮ মিনিটে স্কোরশিটে নাম তুলে নেন অধিনায়ক সার্জিও র‍্যামোসও।

তিন গোলে পিছিয়ে পড়ে ৮৬ মিনিটে একটি গোল ফেরত দিয়ে ম্যাচে ফিরে আসার চেষ্টা করে আরব আমিরশাহীর ক্লাবটি। কিন্তু বাকি সময়টুকু যথেষ্ট ছিল না তার জন্য। বরং ম্যাচের অতিরিক্ত সময় আত্মঘাতী গোলে নিজেদের কফিনে আরও একটি পেরেক পুঁতে দেন আল আইনের ইয়াহিয়া নাদের। এর সঙ্গে সঙ্গেই ৪-১ গোলে টানা তৃতীয়বার এবং রেকর্ড চতুর্থবারের জন্য ক্লাব ওয়ার্ল্ড ক্লাব জয় নিশ্চিত হয় রিয়াল মাদ্রিদের।

Bootstrap Image Preview