Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

রাণীশংকৈলে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আটক

রানীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০১৮, ১২:৫৬ PM
আপডেট: ২৩ ডিসেম্বর ২০১৮, ১২:৫৬ PM

bdmorning Image Preview


ঠাকুরগায়ের রানীশংকৈল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমানকে (৬০) আটক করেছে পুলিশ। আজ রবিবার সকালে সাংবাদিকদের জানান তার স্ত্রী মেহেরুন নেসা। 

এর আগে শনিবার (২২ ডিসেম্বর) দিবাগত রাত ১টার দিকে পৌর শহরের ভান্ডারা গ্রামের নিজ বাসা থেকে পুলিশ পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয় তাকে।

মেহেরুন নেসা আরও জানান, বর্তমানে তিনি ঠাকুরগাও-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী জাহিদুর রহমানের প্রচারণায় অংশ নেওয়ায় তাকে পুলিশ আটক করেছে বলে তার স্ত্রী দাবি করেন।

তিনি বলেন, পুলিশ আসার আগে তাকে মোবাইলে বলছিলেন আপনি ভোট করছেন কর্মীদের সংগঠিত করছেন টাকা পয়সা খরচ করছেন ইত্যাদি বলে উত্তেজিত কণ্ঠে ধমক দিচ্ছিলেন পুলিশ বাহিনীর এক সদস্য। এর বিশ মিনিটের মাথায় বাসার প্রাচী টপকে ভিতরে ঢুকে ঘর থেকে বের করে তাকে আটক করে নিয়ে যায়। এ সময় তাকে পরণের কাপড় চোপড়গুলোও ঠিকমত পড়তে দেয়নি পুলিশ। 

আটকের বিষয়ে থানা অফিসার ইনর্চাজ আব্দুল মান্নান জানান, তিনি বর্তমানে ঠাকুরগাও সদর থানায় রয়েছেন। পূর্বের নাশকতার মামলায় তাকে গ্রেফতার দেখানো হবে।

Bootstrap Image Preview