Bootstrap Image Preview
ঢাকা, ১৮ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

দক্ষিণ আফ্রিকায় বাংলা প্রেসক্লাবের বিজয় দিবস উদযাপন

এস এই রনি, আফ্রিকা প্রতিনিধিঃ
প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০১৮, ০১:৫৬ PM
আপডেট: ২২ ডিসেম্বর ২০১৮, ০১:৫৬ PM

bdmorning Image Preview


দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশী সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের নিয়ে গঠিত বাংলা প্রেসক্লাবের ১ম বর্ষপূর্তি ও ৪৮তম বিজয় দিবস উদযাপন হয়েছে।

শুক্রবার ২১শে ডিসেম্বর ২০১৮ স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায়  দক্ষিণ আফ্রিকা জোহানসবার্গ মেফিয়ারে স্টেটাস রেষ্টুরেন্টে আফ্রিকা বাংলা প্রেসক্লাবের উদ্যোগে আয়োজন করা হয় ৪৮তম বিজয় দিবস উদযাপন ও বাংলা প্রেসক্লাবের ১ম বর্ষপূর্তি অনুষ্ঠান।

বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নূরুল আলমের সঞ্চালনায় প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মোশাররফ হোসেনের সভাপতিত্বে প্রবিত্র কুরআন তেলওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অধিবেশনে সম্মিলিত জাতীয় সংগীত পরিবেশন করা হয় এবং মুক্তিযুদ্ধকালীন সকল যুদ্ধা দের স্বরণে ১মিঃ নিরবতা পালন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযুদ্ধ ও বিশিষ্ট্য কমিউনিটি সদস্য মেহরাজ মিয়া।  উপস্থিত ছিলেন  দক্ষিণ আফ্রিকায় অবস্থিত বাংলা ভাষাবসী সামাজিক, রাজনীত, ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ সহ বিশিষ্ট জনেরা।

একপর্যায়ে সবাই মিলে কেক কেটে বাংলা প্রেসক্লাব দক্ষিণ আফ্রিকার ১ম বর্ষপূতিতে আনন্দ ভাগাভাগি করে নেন। অনুষ্ঠান শেষে আমন্ত্রিতদের জন্য নৈশ ভোজের ব্যবস্থা করা হয়।                     

Bootstrap Image Preview