Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রাতে সোলজায়েরের ম্যানইউ মিশন শুরু

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০১৮, ১১:৪২ AM
আপডেট: ২২ ডিসেম্বর ২০১৮, ০১:৪৫ PM

bdmorning Image Preview


৪৫ বছরের সোলজায়ের ম্যান ইউয়ে একজন কিংবদন্তি ফুটবলার ছিলেন। এ বার ম্যানেজার হিসেবে তাঁর পরীক্ষা শুরু হবে। জোসে মোরিনহোকে বরখাস্ত করে তাঁকেই দায়িত্ব দেওয়া হয়েছে। অস্থায়ী হিসেবে এই মৌসুমে তিনি কাজ করবেন। তত্ত্বাবধায়ক ম্যানেজার হিসেবে নয়। ওলে গানার সোলসার আরও বেশি খুশি হবেন, ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ক্লাবের স্থায়ী ম্যানেজার হতে পারলে।

শুক্রবার নতুন ক্লাবে প্রথম সাংবাদিক সম্মেলন করতে এসে বললেন, ‘‘যখন এ রকম একটা কাজের সুযোগ আসে তখন ছ’মাসের জন্য দায়িত্ব নিতে বলা হলেও ‘হ্যাঁ’ বলতেই হয়।আপ্রাণ চেষ্টা করব এই ছ’মাসে ক্লাবকে যতটা সম্ভব ভাল জায়গায় নিয়ে যাওয়ার। সবাই জানে বিশ্বের বহু ম্যানেজার ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে স্থায়ী ভাবে কাজ করতে চান। অবশ্যই আমিও তাদেরই মতো একজন। তবে এটা নিয়ে ক্লাবের সঙ্গে আমার কোনও কথা হয়নি। আগামী ছ’মাস ধরে একটা পদ্ধতির মধ্যে দিয়ে ক্লাব চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলেই আমার বিশ্বাস।’’

সোলজায়ের এর আগেও ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানেজারের কাজ করেছেন। তাঁর প্রশিক্ষণে খেলেছে কার্ডিফ সিটি। যদিও সেই দফায় তিনি চূড়ান্ত ব্যর্থ হন। কার্ডিফের অবনমনও হয়। ফলে তাঁকে বরখাস্তও করা হয়। এ বারও ম্যান ইউয়ে পরিস্থিতি বেশ জটিল। লিগ টেবলে শীর্ষে থাকা লিভারপুলের থেকে ১৯ পয়েন্ট পিছনে রয়েছে ‘রেড ডেভিলস’।

সোলসার বলছেন, ‘‘জানি কাজটা কঠিন। তবে এই ক্লাবটাকে বড্ড ভালবাসি। ম্যান ইউকে সাহায্য করতে পারছি ভেবে আমি ধন্য। খেলোয়াড় হিসেবে সেরা ম্যানেজারের (স্যর অ্যালেক্স পার্গুসন) অধীনে এখানেই খেলেছি। অনেক কিছু শিখেওছি। তবে সব কিছুই প্রায় নির্ভর করে ফুটবলারদের সঙ্গে ম্যানেজারের সম্পর্কের উপর। এখানে খেলার সময়ই সেটা উপলব্ধি করেছিলাম। আশা করি সেই অভিজ্ঞতা এ বার কাজে লাগাতে পারব।’’

ফার্গুসনকে নিয়ে তাঁর মুগ্ধতার শেষ নেই। সঙ্গে নতুন দায়িত্ব প্রসঙ্গে তিনি বলেন, ‘‘ম্যান ইউয়ে আপনাকে অনেক চাহিদা পূরণ করতেই হবে। তবে সবার আগে ক্লাবটাকে ভালবাসতে হয়। রিজার্ভ বেঞ্চে বসতে হলেও। মনে হয়, আমার মতো কেউ এই ক্লাবে রিজার্ভ বেঞ্চে বসেনি। আমি কিন্তু সেটাকেই চ্যালেঞ্জ হিসেবে নিয়ে মাঠে নেমে ভাল কিছু করার চেষ্টা করতাম। আশা করি, এখনকার ফুটবলাররাও সেই মনোভাব নিয়েই খেলবে।’’ ইপিএলে কার্ডিফ সিটিকে কোচিং করানোর অভিজ্ঞতা নিয়ে তাঁর মন্তব্য, ‘‘

ওখানে অনেক ভুল করেছিলাম। সেই ভুল থেকে শিক্ষাও নিয়েছি। এখন আমার প্রধান কাজ হল, অসম্ভব প্রতিভাবান সব ছেলেদের কাছ থেকে সেরা ফুটবলটা বের করে আনা। সেই লক্ষ্যেই এগোতে চাই।’’

শনিবার ইপিএলে: উলভস বনাম লিভারপুল (রাত ২.০০), আর্সেনাল বনাম বার্নলি (সন্ধ্যা ৬.৩০টা), ম্যাঞ্চেস্টার সিটি বনাম ক্রিস্টাল প্যালেস (রাত ৯.০০), চেলসি বনাম লেস্টার সিটি (রাত ৯.০০), ম্যাঞ্চেস্টার ইউনাইটেড বনাম কার্ডিফ সিটি (রাত ১১.৩০টা)।

Bootstrap Image Preview