Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

চুয়াডাঙ্গায় ১৪ কোটি টাকার স্বর্ণসহ আটক ১

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০১৮, ১০:৩৪ AM
আপডেট: ২২ ডিসেম্বর ২০১৮, ১০:৩৪ AM

bdmorning Image Preview


চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় ৩০ কেজি স্বর্ণসহ একজনকে আটক করেছে বিজিবি। উদ্ধার স্বর্ণের দাম আনুমানিক ১৪ কোটি টাকা বলে জানা গেছে।

শুক্রবার দুপুরে এসব স্বর্ণ জব্দ করা হয়। এ সময় আটক আনোয়ারুল ইসলাম (৩৪) জেলার জীবননগর উপজেলার মৃগীমারী গ্রামের মুনসুর আলীর ছেলে।

 

বিজিবি-৬ ব্যাটালিয়নের পরিচালক ইমাম হাসান বলেন, চুয়াডাঙ্গা থেকে ভারতে স্বর্ণ পাচার করা হবে এমন গোপন খবর পেয়ে উপজেলার পারকৃষ্ণপুর মদনা গ্রামে ভারত-বাংলাদেশ সীমান্তের কাছে অবস্থান নেয় বিজিবি। শুক্রবার দুপুর ১২টার দিকে আনোয়ার মোটরসাইকেলে করে ওই এলাকা অতিক্রম করার সময় তাকে আটক করা হয়।

এ সময় মোটরসাইকেলের সিটের ভেতর তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় ২৬০টি স্বর্ণের বার। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৩০ কেজি। যার আনুমানিক বাজার দর ১৪ কোটি টাকা বলে তিনি জানান।

Bootstrap Image Preview