Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আত্রাইয়ে তাজা ককটেল উদ্ধার, আতঙ্কে এলাকাবাসী

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধিঃ 
প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০১৮, ০৫:১২ PM
আপডেট: ২১ ডিসেম্বর ২০১৮, ০৫:১২ PM

bdmorning Image Preview


নওগাঁর আত্রাই উপজেলার নির্মাণাধীন বেলী ব্রিজ এলাকা থেকে অবিস্ফোরিত ২টি তাজা ককটেল এবং উপজেলার খোলাপাড়া ঈদগাহ মাঠ থেকে ২টি অবিস্ফোরিত তাজা ককটেল ও ১টি বিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ। এতে করে এলাকাবাসীর মাঝে আতঙ্ক বিরাজ করছে।

বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) এসব তাজা ককটেল উদ্ধার করা হয়।

এ ব্যাপারে আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মোবারক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার নতুন নির্মাণাধীন বেলি ব্রিজ এলাকায় গর্তের মধ্যে ২টি ককটেল এলাকাবাসী দেখতে পেয়ে থানায় খবর দিলে তা উদ্ধার করা হয় ও বৃহস্পতিবার সকালে উপজেলার খোলাপাড়া ঈদগাহ মাঠে এলাকাবাসী ২টি অবিস্ফোরিত ককটেল ও ১টি বিস্ফোরিত ককটেল দেখতে পেয়ে থানায় খবর দিলে তা উদ্ধার করা হয়।

তিনি আরো বলেন, বিষয়টি তদন্ত চলছে এবং এ ঘটনায় জড়িতদের আটক করতে পুলিশের টহল টিমের অভিযান অব্যাহত রয়েছে। 


 

Bootstrap Image Preview