Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ফেসবুকে গুজব, আটক ৩

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০১৮, ০১:৩৮ PM
আপডেট: ২১ ডিসেম্বর ২০১৮, ০১:৩৮ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানোর দায়ে ডিজিটাল সিকিউরিটি আইনে ৩ জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা। 

বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) দিবাগত রাতে রাজধানীর শ্যামলী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- মো. ওয়াহিদুন্নবী (৪৭), আরাফাত তারুন্য তামাদি (৩৭) ও আব্দুল্লাহ জাবিদ (৪৫)।

র‌্যাব-২ এর উপ-অধিনায়ক পুলিশ সুপার (এসপি) মহিউদ্দিন ফারুকী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আটকরা ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে রাষ্ট্রবিরোধী উস্কানিমূলক অপপ্রচার, মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে গুজব ছড়িয়ে আসছিল। তারা নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিভিন্ন মনগড়া প্রচারণা চালাচ্ছিল। দেশজুড়ে মাদকের বিরুদ্ধে চলা যুদ্ধকে মানুষের বিরুদ্ধে যুদ্ধ বলে আখ্যায়িত করছিল।

আটক ৩ জনই পেশায় ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে গুজব ছড়িয়ে ডিজিটাল সিকিউরিটি আইনে অপরাধ করেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান এসপি ফারুকী।

Bootstrap Image Preview