Bootstrap Image Preview
ঢাকা, ২৩ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

টেলিটক ফোর জি সেবা পেতে পাল্টাতে হবে না সিম

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০১৮, ১১:৪৩ AM
আপডেট: ২১ ডিসেম্বর ২০১৮, ১১:৪৩ AM

bdmorning Image Preview


১৬ ডিসেম্বর অনেকটা নীরবেই ফোরজি সেবা চালু করেছে রাষ্ট্রায়ত্ত্ব মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান টেলিটক। প্রতিষ্ঠানটি জানিয়েছে, টেলিটকের থ্রিজি গ্রাহক স্বয়ংক্রিয়ভাবে ফোরজি সেবাতে কনভার্ট হয়ে যাবে। এ জন্য আলাদা করে নতুন সিম নিতে হবে না।

ফোর জি চালুর জন্য কোনো সাংবাদিক আমন্ত্রণ বা পত্রিকায় বিজ্ঞাপনও প্রকাশ করেনি টেলিটক। ঢাকার নির্দিষ্ট ১২টি স্থানে অনেকটা নীরবে ফোরজি সেবা চালু করলো টেলিটক।

চলতি মাসেই সমগ্র রাজধানীতে ফোরজি সেবা চালু করতে পারবে বলে জানিয়েছে টেলিটক। এছাড়া চট্টগ্রামে দুই সপ্তাহের মধ্যেই ফোরজি পৌঁছে যাবে।

প্রাথমিকভাবে রাজধানীর গুলশান, নিকেতন, বারিধারা, বনানী, রমনা, মতিঝিল, মোহাম্মদপুর, ধানমন্ডি, শ্যামলী, ফার্মগেট, ঢাকা বিশ্ববিদ্যালয় ও বুয়েট এলাকায় টেলিটকের ফোরজি নেটওয়ার্ক পাবেন গ্রাহকরা।

টেলিটক ফোরজি’র ডাউনলোড স্পিড থাকবে ৪০ এমবিপিএস ও আপলোড স্পিড থাকবে ১৫ এমবিপিএস।

টেলিটকের থ্রিজি গ্রাহক স্বয়ংক্রিয়ভাবে ফোরজি সেবাতে কনভার্ট হয়ে যাবে। এ জন্য আলাদা করে নতুন সিম নিতে হবে না। তবে মাইগ্রেট করার জন্য বর্তমান থ্রিজি গ্রাহকদের ‘৪জি’ লিখে ‘১১১’ নম্বরে এসএমএস পাঠাতে হবে।

Bootstrap Image Preview