Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

এবার আফগানিস্তান থেকে ৭ হাজার মার্কিন সেনা সরানোর সিদ্ধান্ত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০১৮, ১১:৩৮ AM
আপডেট: ২১ ডিসেম্বর ২০১৮, ১১:৩৮ AM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


আফগানিস্তান থেকে প্রায় ৭ হাজার সেনা প্রত্যাহারের নির্দেশ দিয়েছে ট্রাম্প প্রশাসন, যা দেশটিতে অবস্থানরত মার্কিন সেনার প্রায় অর্ধেক। একমাসের মধ্যে এই সেনাদের ফিরিয়ে নেওয়া হতে পারে বলে জানা গেছে। বলছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।  

সিরিয়ার থেকে মার্কিন সেনা প্রত্যাহারের নির্দেশের পর এবার আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এর আগে ট্রাম্প সিরিয়া থেকে সেনা প্রত্যাহারের নির্দেশ দেন। নির্দেশ মোতাবেক দেশটি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের প্রক্রিয়া শুরুর ঠিক একদিন পরেই এবার আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের নির্দেশ দিলো ট্রাম্প প্রশাসন। 

এদিকে সেনা প্রত্যাহারের এমন সিদ্ধান্তের পরই যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস পদত্যাগ করছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মতভেদকে পদত্যাগের কারণ হিসেবে ইঙ্গিত করেছেন প্রতিরক্ষামন্ত্রী।

তবে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারকে ভুল সিদ্ধান্ত বলে মনে করছেন আফগানিস্তানে ন্যাটো ও মার্কিন বাহিনীর সাবেক কমান্ডার জেনারেল জন অ্যালেন। তিনি জানিয়েছেন, এই মুহূর্তে সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত মার্কিন কৌমলে বিঘ্ন ঘটাতে পারে।

Bootstrap Image Preview