Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিশ্বকে ভয়াবহ পরিণতির দিকে ঠেলে দিচ্ছে যুক্তরাষ্ট্র: পুতিন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০১৮, ১০:০৪ AM
আপডেট: ২১ ডিসেম্বর ২০১৮, ১০:০৪ AM

bdmorning Image Preview


পারমাণবিক যুদ্ধের হুমকি এবং এক্ষেত্রে ওয়াশিংটনের ভূমিকার কঠোর সমালোচনা করে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন,  ‘পরমাণু যুদ্ধের ভয়ানক পরিণতির দিকে এগিয়ে যাচ্ছে বিশ্ব। এতে পুরো মানবসভ্যতার ধ্বংস ও পতন হতে পারে এবং যুক্তরাষ্ট্রই বিশ্বকে এই ভয়াবহ পরিণতির দিকে ঠেলে দিচ্ছে।’

বৃহস্পতিবার মস্কোয় বার্ষিক সংবাদ সম্মেলনে ভাষণ দিতে গিয়ে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র প্রতিরোধে স্নায়ুযুদ্ধকালের একটি আন্তর্জাতিক চুক্তি থেকে বের হয়ে যাওয়ার হুমকি দিচ্ছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের দাবি, মস্কোই আগে ওই চুক্তি ভঙ্গ করেছে।

ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার প্রস্তুতি ও পশ্চিমা দেশগুলোর সঙ্গে শীতল সম্পর্কের কারণে বর্তমানে ঘরে-বাইরে বেশ চাপের মুখে পুতিন।

প্রতিবেশী দেশের সঙ্গে যুদ্ধের হুমকি ও সরকারি চাকরিজীবীদের বয়স বাড়ানো ও বেতন-ভাতা বৃদ্ধির বিতর্কিত বিল পাসের পর তার জনপ্রিয়তায় ধস নেমেছে। এমন পরিস্থিতিতে প্রতি বছরের মতো এবারও মস্কোয় বৃহস্পতিবার আয়োজিত হয় বার্ষিক সংবাদ সম্মেলন।

গণমাধ্যমের ওপর নানা বিধি-নিষেধেরও মধ্যেও এদিন প্রায় ১৭শ’ সাংবাদিক সংবাদ সম্মেলনে অংশ নেন। উপস্থিত বিপুলসংখ্যক সাংবাদিকদের উদ্দেশে পুতিন লম্বা সময়ের জন্য ভাষণ দেন। ভাষণ শেষে সাংবাদিকদের প্রশ্নোত্তরপর্বে তিনি বারবার জোর দিয়ে বলেন, ‘পরমাণু যুদ্ধের জন্য যদি কারো দোষারোপ করতে হয় তাহলে সেটা ওয়াশিংটনই।’

মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষার লাগাম টানতে ১৯৮৭ সালে সোভিয়েত ইউনিয়নের সাবেক প্রেসিডেন্ট মিখাইল গর্বাচেভ ও সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানের মধ্যে ইন্টারমিডিয়েট-রেঞ্জ নিউক্লিয়ার ফোর্স ট্রিটি নামে চুক্তি স্বাক্ষরিত হয়।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতার আসায় পর থেকে চুক্তি বেরিয়ে যাওয়ার হুমকি দিচ্ছে মার্কিন প্রশাসন। সম্প্রতি মার্কিন পররাষ্ট্র মাইক পম্পেও ও মার্কিন জাতীয় নিরাপত্তা প্রধান জন বোল্টন নতুন করে সেই হুশিয়ারি দিয়েছেন।

পুতিন বলেন, ‘তারা (ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন) এখন চুক্তিটি ছেড়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। তারা যদি বেরিয়ে যায় তখন কী হবে, পরিস্থিতি কেমন হবে তা কল্পনা করাও কঠিন।’

প্রশ্ন রেখে তিনি বলেন, ‘মাঝারি পাল্লার ওইসব ক্ষেপণাস্ত্র যদি ইউরোপের হাতে পড়ে; তখনই বা কী হবে, আমরাই বা তখন কী করব।

তিনি আরও বলেন, এ ধরনের বিপজ্জনক পরিস্থিতি ধীরে ধীরে বাড়ছে। এটাকে অসম্ভব বা গুরুত্বহীন বলে মনে করা হচ্ছে। ঈশ্বর না করুন, যদি এমন পরিস্থিতি আসে তাহলে পুরো মানব সভ্যতা এমনকি পুরো পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে।

পরমাণু যুদ্ধের সম্ভাবনার পাশাপাশি চলমান বিশ্বের নানা ইস্যুতেও কথা বলেন পুতিন। সিরিয়ার যুদ্ধ ইস্যুতে দেশটি থেকে মার্কিন সেনা সরিয়ে নিতে ট্রাম্পের সিদ্ধান্তের প্রশংসা করেছেন তিনি।

তিনি বলেন, ‘সিরিয়া থেকে যুক্তরাষ্ট্রের সেনা সরিয়ে নেয়ার সঠিক।’

ব্রেক্সিট ইস্যুতে তিনি বলেন, এ ব্যাপারে ব্রিটিশ জনগণের ইচ্ছাপূরণ করা উচিত প্রধানমন্ত্রী তেরেসা মে’র। তবে ব্রিটেনের দ্বিতীয় গণভোট আয়োজন করা উচিত হবে না। তবে গুপ্তচর হত্যা ইস্যুতে ব্রিটেন ও পশ্চিমা রাষ্ট্রগুলোর অভিযোগকে ‘রাশিয়ার আন্তর্জাতিক প্রভাব খর্ব’ করার চেষ্টা বলে অভিহিত করেছেন তিনি।

Bootstrap Image Preview