Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নারী-পুরুষ একসঙ্গে খাওয়া বড় পাপ, দেওবন্দের ফতোয়া

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০১৮, ০৮:২৯ PM
আপডেট: ২০ ডিসেম্বর ২০১৮, ০৮:২৯ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


বিয়ে বা কোন অনুষ্ঠানে পুরুষ ও মহিলা একসঙ্গে খেতে পারবেন না, ইসলামি শরীয়তে অচেনা নারী-পুরুষ একসঙ্গে খাওয়া বড় পাপ এমন ফতোয়া জারি করেছে ভারতের দেওবন্দের ইসলামিক সংগঠন দারুল উলুম। দাঁড়িয়ে খাওয়াও ইসলামিক সংস্কৃতির বিরোধী বলে মত দিয়েছেন তারা। খবর টাইমস অব ইন্ডিয়ার।

দেওবন্দের এক বাসিন্দা দারুল উলুমের কাছে জানতে চেয়েছিল নারী-পুরুষের একসঙ্গে খাওয়া-দাওয়া করাকে ইসলাম সমর্থন করে কিনা? তার উত্তরেই এই নতুন ফতোয়া জারি করে দারুল উলুম।

বিয়ে বা অন্য যে কোনও সামাজিক অনুষ্ঠানে অচেনা নারী-পুরুষ একসঙ্গে খাওয়া দাওয়া করে। এই প্রথা ইসলাম-বিরোধী বলে জানিয়েছে তারা। এতে নারী ওপুরুষ, উভয়েই পাপের ভাগী হয় বলে তাদের মত।

একই সঙ্গে দাঁড়িয়ে খাওয়ার যে প্রথা বর্তমানে বহুল প্রচলিত, তাও ইসলাম সমর্থন করে না বলে জানিয়েছে দারুল উলুম।

এর আগে দেওবন্দের এক ব্যক্তির আবেদনের প্রেক্ষিতে দোকানদারের কাছ থেকে মুসলিম মহিলাদের চুড়ি পরে নেওয়ার ওপরও নিষেধাজ্ঞা জারি করেছিলো দারুল উলুম। চুড়ি পরানোর সুযোগে নারীর শরীরে অচেনা পুরুষের স্পর্শ ইসলাম বিরোধী বলে জানায় তারা।

Bootstrap Image Preview