Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

দুর্নীতি ও অর্থপাচারে বিচারের মুখোমুখি হচ্ছেন ব্রাজিল প্রেসিডেন্ট টেমার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০১৮, ০৬:৪৬ PM
আপডেট: ২০ ডিসেম্বর ২০১৮, ০৬:৪৬ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


দুর্নীতি ও অর্থপাচারের অভিযোগে ব্রাজিলের প্রেসিডেন্ট মাইকেল টেমারকে অভিযুক্ত করেছেন দেশটির শীর্ষ কৌঁসুলি রাখেয়েল ডজ। বন্দর ছাড়-সংক্রান্ত দুর্নীতির তদন্ত প্রতিবেদন প্রকাশের পর বুধবার তাকে অভিযুক্ত করা হয়। আগামী ১ জানুয়ারিতে প্রেসিডেন্ট পদ ছাড়তে যাচ্ছেন টেমার।

২০১৭ সালে একটি ডিক্রি জারিতে ঘুষ বিনিময়ের অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত চলছে। ওই ডিক্রিতে দুটি বন্দর চুক্তি ৭০ বছর পর্যন্ত বাড়াতে অনুমোদন করা হয়েছিল।

এক বিবৃতি দেশটির প্রেসিডেন্ট ভবন জানায়, তিনি প্রমাণ করবেন যে এতে কোনো দুর্নীতি হয়নি। কোনো কোম্পানি অবৈধভাবে সুবিধা নিতে পারেনি।

ব্রাজিলের কংগ্রেসের নিম্নকক্ষের ভোটে অনুমোদন দিলেই তার বিচার প্রক্রিয়া শুরু হবে। কাজেই তিনি প্রেসিডেন্ট পদে থাকাকালে এমনটি আর সম্ভব হচ্ছে না।

টেমারের বিরুদ্ধে বেশকিছু অভিযোগ রয়েছে। এতে আগামী বছরের শুরুতে তাকে বিচারের মুখোমুখি হতে হবে।

Bootstrap Image Preview