Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

লিগ কাপের সেমিফাইনালে চেলসির সঙ্গী টটেনহ্যাম

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০১৮, ১১:২৬ AM
আপডেট: ২০ ডিসেম্বর ২০১৮, ১১:২৬ AM

bdmorning Image Preview


পরিবর্ত হিসাবে মাঠে নামা ইডেন হ্যাজার্ডের শেষ মুহূর্তের গোলে লিগ কাপের সেমিফাইনালে উঠল চেলসি৷ বুধবার রাতে স্ট্যামফোর্ড ব্রিজে কোয়ার্টার ফাইনালে এএফসি বোর্নমাউথকে ১-০ গোলে পরাজিত করল মৌরিজিও সারি’র দল৷

অন্যদিকে, অপর কোয়ার্টার ফাইনালে আর্সেনালকে ২-০ গোলে হারিয়ে দিয়ে লিগ কাপের শেষ চারের টিকিট নিশ্চিত করে টটেনহ্যাম৷ ম্যাচের দুই অর্ধে টটেনহ্যামের হয়ে গোল দু’টি করেন সন হিউং-মিন ও ডেলে আলি৷

বোর্নমাউথের বিরুদ্ধে ম্যাচের প্রথমার্ধে চেলসি বেশ কয়েকটা গোলের সুযোগ তৈরি করে৷ তবে বোর্নমাউথ গোলরক্ষক আর্থার বরুচ অপ্রতিরোধ্য হয়ে ওঠায় প্রতিপক্ষের গোলমুখ খোলা সম্ভব হচ্ছিল না চেলসির তারকাখচিত আক্রমণভাগের পক্ষে৷

দ্বিতীয়ার্ধে পরিবর্ত হিসাবে হ্যাজার্ডকে মাঠে নামানোটাই মাস্টার স্ট্রোক হয়ে দেখা দেয় চেলসি কোচের কাছে৷ ৬১ মিনিটে বার্কলির পরিবর্তে মাঠে নামা হ্যাজার্ড ৮৪ মিনিটে গোল করে শেষ চারের টিকিট এনে দেন দলকে৷ এক্ষেত্রে তাঁকে গোলের পাস বাড়িয়ে দেন এমারসন৷

এদিকে এমিরেটস স্টেডিয়ামে আর্সেনালের বিরুদ্ধে ম্যাচের ২০ মিনিটে ডেলে আলির পাস থেকে গোল করেন সন হিউং-মিন৷ ৫৮ মিনিটে লুকাসের পরিবর্ত হিসাবে মাঠে নামার এক মিনিটের মধ্যেই হ্যারি কেন গোলের পাস বাড়িয়ে দেন ডেলে আলিকে৷ ৫৯ মিনিটে আলির গোলেই ব্যবধান বাড়িয়ে ২-০ করে টটেনহ্যাম৷

দুই লেগের সেমিফাইনালে চেলসি মুখোমুখি হবে টটেনহ্যামের৷ অপর দু’টি কোয়ার্টার ফাইনালে জয়ী ম্যাঞ্চেস্টার সিটি ও বার্টন অ্যালবিয়ন খেববে পরস্পরের বিরুদ্ধে৷

Bootstrap Image Preview