Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বাজারে ল্যাম্বারগিনির নতুন গাড়ি 'স্কোয়াড্রা কোর্স'

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০১৮, ০২:০২ PM
আপডেট: ১৯ ডিসেম্বর ২০১৮, ০২:০২ PM

bdmorning Image Preview


স্পোর্টস কার বলতে প্রথমেই যে গাড়ির ছবি কল্পনাতে আসে তা হচ্ছে ল্যাম্বারগিনি। প্রথমবার বাজারে এল ল্যাম্বারগিনি রেসিং ডিভিশনের গাড়ি, স্কোয়াড্রা কোর্স (এসসি১৮) ।

লাল ও ধূসর রঙের সিনিস্টার লুকেই প্রথমে মাত করেছে গাড়িটি। হুরাকান জিটি৩ ইভো-র থেকে নেওয়া হয়েছে হুড ইনটেক।

ভেন্ট, স্প্লিটার, পাওয়ার ছাড়াও আর্চ, ফিন এয়ার\স্কুপেই অনবদ্য এই গাড়ি। রয়েছে কার্বন ফাইবার উইং। গ্রাউন্ড ক্লিয়ারেন্স মাত্র ১০৯ মিমি। কাজেই পথে নামার জন্য তৈরি।

৭৬০ বিএইচপি, ৫৩১ পাউন্ড ফুট টর্ক, ৬.৫ লিটার ন্যাচারালি অ্যাসপিরেটেড মোটর রয়েছে এতে। রয়েছে সেভেন স্পিড গিয়ার বক্সও।

রেগুলার অ্যাভেনটাডর এসভিজে মাত্র ২.৮ সেকেন্ডে ৬২ মাইল পর্যন্ত প্রতি ঘণ্টা গতি তুলতে সক্ষম, ৮.৬ সেকেন্ডে ১২৪ মাইল প্রতি ঘণ্টা গতি তুলতে সক্ষম। সর্বোচ্চ ২১৭ মাইল প্রতি ঘণ্টা গতি তুলতে সক্ষম।

একটা অভিনব ‘সাউন্ড’ থাকবে এই গাড়িটির।২০ ইঞ্চির সিঙ্গল নাট হুইলস রয়েছে সামনে। ভিতরে রয়েছে আলকানতারার কভারিং।

পাঁচ বছরের মধ্যে বিশ্বে প্রথম দশটি বাজারের মধ্যে ভারত স্থান করে নেবে বলেই আশাবাদী ইতালীয় সুপার স্পোর্টস গাড়ি প্রস্তুতকারী সংস্থা অটোমোবিলি ল্যাম্বারগিনি। বর্তমানে, আমেরিকা, জাপান, ব্রিটেন, বৃহত্তর চিন, জার্মানি, কানাডা, পশ্চিম এশিয়ার দেশসমূহ, অস্ট্রেলিয়া, ফ্রান্স এবং মোনাকো, বিশ্বের এই দশ বাজারে ল্যাম্বরগিনির উপস্থিতি রয়েছে।

Bootstrap Image Preview