Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

টেকনাফে ১০ হাজার পিস ইয়াবাসহ রোহিঙ্গা আটক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০১৮, ১০:৩৫ AM
আপডেট: ১৯ ডিসেম্বর ২০১৮, ১০:৩৫ AM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


টেকনাফের বড়ইতলী এলাকায় অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ মো. দিলদার আহম্মদ (৩০) নামে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ান (র‌্যাব)। 

মঙ্গলবার রাত ৮ টার দিকে এ অভিযান চালানো হয়। এসময় দিলদারের কাছ থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার করা এসব ইয়াবার বাজার মূল্য ৫০ লাখ টাকা বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব-৭ কক্সবাজার অফিসের কোম্পানি কমান্ডার মেজর মেহেদী হাসান  জানান, গোপন সূত্রের ভিত্তিতে বড়ইতলী এলাকায় অভিযান চালিয়ে দিলদারকে আটক করা হয়। পরে তার শরীর তল্লাশি করে দুই হাজার পিস ইয়াবা পাওয়া যায়। 

তিনি আরও বলেন, পরে তার স্বীকারোক্তির ওপর ভিত্তি করে জনৈক হাশেমের বসতভিটার উত্তর পাশে গর্তের ভেতর থেকে আরও ৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে থানায় মামলার প্রক্রিয়া চলছে।

Bootstrap Image Preview