Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

অটোরিকশা চুরি করতেই কামরুলকে হত্যা

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি
প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০১৮, ০৯:৪২ PM
আপডেট: ১৮ ডিসেম্বর ২০১৮, ০৯:৪২ PM

bdmorning Image Preview


অটোরিকশা ছিনতাই করতেই সিলেটের বিশ্বনাথের অটোচালক কামরুল ইসলামকে পূর্বপরিকল্পনা অনুযায়ী গলাকেটে হত্যা করে করা হয়। এ ঘটনায় গ্রেফতার হওয়া আসামীদের স্বীকারোক্তির বরাত দিয়ে থানা পুলিশ এমনটাই জানিয়েছে।

মঙ্গলবার (১৮ ডিসেম্বর) দুপুরে থানা কম্পাউন্ডে এই হত্যাকান্ড নিয়ে গণমাধ্যমকর্মীদের ব্রিফ করে পুলিশ। থানার সিএনজি চালক কামরুল হত্যার ঘটনায় প্রেস ব্রিফিং করেছে বিশ্বনাথ থানা পুলিশ।

বিফ্রিংয়ে থানার ওসি শামসুদ্দোহা পিপিএম বলেন, গত ১৫ ডিসেম্বর শনিবার রাত ৮টায় বিদেশযাত্রী আনার কথা বলে উপজেলার দশঘর ইউনিয়নের স্থানীয় মিয়ারবাজার অটোরিকশা স্ট্যান্ড থেকে কামরুল ইসলামকে ট্রিপে নিয়ে যায় সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার আটঘর গ্রামের আবদুর রুফের ছেলে সালাম (৩৫) ও একই গ্রামের আমজদ আলীর ছেলে নিজাম (২৫)।

পরে রাত ১২টার দিকে সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলার বাঘরখলা গ্রামের রাস্তায় নিয়ে ধারালো ছুরি দিয়ে কামরুলকে গলাকেটে হত্যা করে অটোরিকশাটি নিয়ে যায় তারা। পরে সিলেট শহরের বাঘবাড়ি এলাকার অটোরিকশা চোর চক্রের সদস্য হাফিজুর রহমান গংদের কাছে এটি বাকিতে বিক্রি করে এলাকায় চলে আসে সালাম ও নিজাম।

প্রসঙ্গত, গত শনিবার সিলেটের দক্ষিণ সুরমার বিবিদইল গ্রামের সড়কের পাশ থেকে বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়নের বাইশঘর গ্রামের নুর উদ্দিন কলা মিয়ার ছেলে অটোচালক কামরুল ইসলামের (১৮) গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় সালাম, নিজাম ও হাফিজ নামে তিনকে আটক করে থানা পুলিশ।

তাদের দেয়া তথ্যমতে, বাঘরখলা গ্রামের একটি ফসলি জমি থেকে হত্যায় ব্যবহৃত চুরি ও সিলেট শহরের বাঘবাড়ী থেকে অটোরিকশাটি উদ্ধার করে থানা পুলিশ। সোমবার (১৭ ডিসেম্বর) দুপুরে আটককৃত সালামকে নিয়ে জালালাবাদ থানার সোনাতলা বাজার এলাকায় অভিযান চালিয়ে কামরুলের পরনের কাপড় উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের মামা নূর আলী বাদি হয়ে রবিবার রাতে বিশ্বনাথ থানায় একটি মামলা (নং-১০) দায়ের করেন।

Bootstrap Image Preview