Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রাণীনগরে ককটেল বিস্ফোরণ মামলার আসামিসহ গ্রেফতার ৫

সুকুমল কুমার প্রামানিক, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধিঃ 
প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০১৮, ০৫:২৪ PM
আপডেট: ১৮ ডিসেম্বর ২০১৮, ০৫:২৪ PM

bdmorning Image Preview


রাণীনগরে ককটেল বিস্ফোরণ ও ইয়াবাসহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৭ ডিসেম্বর) রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। মঙ্গলবার (১৮ ডিসেম্বর) সকালে গ্রেফতারকৃতদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ জানায়, উপজেলার শরিয়া গ্রামের মেহেদি হাসান খোকনের বাড়িতে ককটেল বিস্ফোরণ ঘটনার রাণীনগর থানার গত ১১ ডিসেম্বর ১১ নং মামলায় উপজেলার কাশিমপুর নমসমূদ্র পাড়া গ্রামের মৃত সুনিল চন্দ্রের ছেলে সুজন কুমার (৩৭), ভবানীপুর সরদার পাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে ওয়াছিদ আলী (৪৪), এনায়তপুর সরদার পাড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে মো: বেদারুল ইসলাম (৪৩) ও নওগাঁ থানার বিল ভবানীপুর গ্রামের শাজাহান আলীর ছেলে আবু বক্কর সিদ্দিকসহ (২৪) ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

অপরদিকে, মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে উপজেলার আবাদপুকুর-কালীগঞ্জ রোডে ১৫ পিচ ইয়াবাসহ বনমালীকুড়ি গ্রামের মৃত আজাদ মিয়ার ছেলে সুমন মিয়াকে (২০) গ্রেফতার করা হয়েছে। 

রাণীনগর থানার ওসি (তদন্ত) মো: তারেকুর রহমান জানান, ককটেল বিস্ফোরণ মামলায় ৪ জন ও ইয়াবাসহ ১ জনকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার সকালে গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। 

 

Bootstrap Image Preview