Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

দেড় কোটি তরুণের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে আ'লীগের ইশতেহার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০১৮, ০৩:০৯ PM
আপডেট: ১৮ ডিসেম্বর ২০১৮, ০৩:২৯ PM

bdmorning Image Preview


‘সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ’ শীর্ষক একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগ ইশতেহার ঘোষণা করেছে। ইশতেহারে দেড় কোটি তরুণের নতুন করে কর্মসংস্থানের ব্যবস্থা করার পরিকল্পনাসহ গ্রামভিত্তিক উন্নয়ন তথা গ্রামে আধুনিক সুবিধার উপস্থিতি, শিল্প উন্নয়ন, স্থানীয় সরকার, স্বাস্থ্য, যোগাযোগ, জলবায়ু পরিবর্তন ও সুরক্ষা, মুক্তিযোদ্ধাদের কল্যাণসহ বিভিন্ন খাতে সুনির্দিষ্ট পরিকল্পনা করেছে আওয়ামী লীগ।

আজ মঙ্গলবার রাজধানী ঢাকার একটি হোটেলে দলটির সভাপতি শেখ হাসিনা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন। তারুণ্যের শক্তি বাংলােদেশর সমৃদ্ধি শীর্ষক শিরোনামে বলা হয়েছে, ২০২৩ সালের মধ্যে বেকারত্বের হার ১২ শতাংশে নামিয়ে এনে ১ কোটি ৫০ লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি করার পদক্ষেপ কাযর্কর করা হবে। শিক্ষা, দক্ষতা ও কর্মসংস্থান সৃষ্টির জন্যে 'কর্মঠ প্রকল্প' ও 'সুদক্ষ প্রকল্প' এর অধীনে কাজ জোরদার করা হবে।

‘সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ’ শীর্ষক একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগের ইশতেহারটি হুবহু প্রকাশ করা হলো।  

Bootstrap Image Preview