Bootstrap Image Preview
ঢাকা, ২৮ সোমবার, সেপ্টেম্বার ২০২০ | ১২ আশ্বিন ১৪২৭ | ঢাকা, ২৫ °সে

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ড্র, কে কাকে পেল ?

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০১৮, ০৯:৪৬ AM
আপডেট: ১৮ ডিসেম্বর ২০১৮, ০৯:৫০ AM

bdmorning Image Preview


চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় তিন ইংরেজ ক্লাব মোকাবিলা করতে চলেছে তিন জার্মান ক্লাবের। যারমধ্যে হাইভোল্টেজ একটি ম্যাচে লিভারপুলের সামনে জার্মান জায়ান্ট বরুসিয়া ডর্টমুন্ড। ঘোষিত সূচী অনুযায়ী চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ম্যাচ খেলতে মাদ্রিদ ফিরতে হচ্ছে ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে পুরনো ক্লাব রিয়াল মাদ্রিদ নয়। শেষ ষোলোয় আতোয়াঁ গ্রিজম্যানের অ্যাটলেটিকো মাদ্রিদের মুখোমুখি সিআরসেভেনের জুভেন্টাস।

সোমবার সুইজারল্যান্ডের নিয়নে উয়েফার সদর দফতরে অনুষ্ঠিত হয়ে গেল চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ড্র। চলতি চ্যাম্পিয়নস লিগে ১৬টি সেরা ক্লাবের প্রতিপক্ষ কে হবে, নির্ধারিত হয়ে গেল সেখানেই। গতবারের ইংলিশ প্রিমিয়র লিগ চ্যাম্পিয়ন ম্যাঞ্চেস্টার সিটি শেষ ষোলোয় প্রতিদ্বন্দ্বীতা করবে জার্মান ক্লাব শালকের। টটেনহ্যামের সামনে রাউন্ড ১৬য় মুখোমুখি বরুসিয়া ডর্টমুন্ড।

এই মুহূর্তে ইপিএলে গ্রুপ শীর্ষে থাকা লিভারপুল মুখোমুখি হবে বুন্দেশলিগার তৃতীয়স্থানে থাকা বায়ার্ন মিউনিখের। অর্থাৎ আগামী বছর ফেব্রুয়ারীর মাঝ সপ্তাহে তিন ইংরেজ ও জার্মান ক্লাবের সেয়ানে সেয়ানে লড়াই দেখবে ফুটবল অনুরাগীরা। রোনালদোর জুভেন্টাসে জন্য রাউন্ড অফ ১৬য় অপেক্ষা করছে অ্যাটলেটিকো মাদ্রিদ চ্যালেঞ্জ। এখন দেখার প্রিয় ইউরোপ সেরা টুর্নামেন্টের নক-আউট স্টেজে এসে কতটা জ্বলে ওঠেন সিআরসেভেন।

ইউরোপ সেরার শেষ ষোলো দেখবে পোগবা বনাম এমবাপে দ্বৈরথ। কারণ ম্যান ইউ রাউন্ড অফ ১৬য় মুখোমুখি পিএসজি’র। আসা যাক গত তিনবারের ইউরোপ সেরা রিয়াল মাদ্রিদের কথায়। শেষ ষোলোয় বেল, বেঞ্জেমাদের প্রতিপক্ষ নেদারল্যান্ডসের আয়াক্স। তুলনায় অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষের সামনে মেসির বার্সেলোনা। শেষ ষোলোয় তাদের প্রতিপক্ষ ফ্রান্সের লিয়ঁ। আর ইতালির রোমাকে শেষ ষোলোয় চ্যালেঞ্জ ছুঁড়ে দেবে এফসি পোর্তো। আগামী বছর ফেব্রুয়ারীর ১২ ও ১৩ তারিখ প্রথম লেগে মুখোমুখি হবে সেরা ১৬টি দল।

একনজরে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ১৬:

শালকে বনাম ম্যাঞ্চেস্টার সিটি
অ্যাটলেটিকো মাদ্রিদ বনাম জুভেন্তাস
ম্যাঞ্চেস্টার ইউনাইটেড বনাম পিএসজি
টটেনহ্যাম বনাম বরুসিয়া ডর্টমুন্ড
লিয়ঁ বনাম বার্সেলোনা
রোমা বনাম এফসি পোর্তো
আয়াক্স বনাম রিয়াল মাদ্রিদ
লিভারপুল বনাম বায়ার্ন মিউনিখ

Bootstrap Image Preview