Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

তুমি প্রাণ ত্যাগ করো বাংলা ভাষার জন্য

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০১৮, ১০:২৪ AM
আপডেট: ১৬ ডিসেম্বর ২০১৮, ১০:২৪ AM

bdmorning Image Preview


তুমি প্রাণ ত্যাগ করো বাংলা ভাষার জন্য

মো: গোলাম মোস্তফা (দুঃখু)

 

তুমি আমার বাংলাদেশ ,

ইতিহাসের পাতায় স্বাধীন মানচিত্র ।

বিজয়ের উল্লাসে মায়ের মুখের হাসি !

 

কৃষকের ফসলে ,

তুমি সোনার বাংলাদেশ ।

 

সবুজ পাতায় বাতাসের হাওয়া ,

আমার স্বাধীন বাংলাদেশ ।

 

যারা আমার ,

বাবা মার বুকে রেখে ছিলো পা ।

কেড়ে নিতে চেয়ে ছিলো ,

মায়ের মুখের ভাষা ।

 

তারা আজ,

আবার বাংলার আওয়াজ

বন্ধ করার চেষ্টা করছে !

 

রক্ত দিয়ে লাল করেছে !

এই বাংলার মাটি কে ।

 

কান্না করছে পাখির দল !

সারি সারি লাশ দেখে ।

 

ওরা আমাকে ,

পৃথিবীর আলো দেখতে দেয়নি ।

 

মায়ের পেটে স্বপ্ন দেখতাম !

বাংলায় কথা বলবো  ,

প্রিয় বাংলাদেশের  বুকে ।

 

বাবার বুকে গুলির আওয়াজ ,

মায়ের পেটে জানোয়ারদের পায়ের শব্দ ।

আমি শুনতে পাই !

 

ছোট দেহ চিৎকার করে বলছে ।

আমি পৃথিবীর আলো দেখতে চাই না !

স্বাধীন বাংলার বিজয় দেখতে চাই।

 

আমার মায়ের রক্তের রঙ আমাকে বলছে !

ওরা প্রাণ নিয়েছে মায়ের ,

তুমি দেহ ত্যাগ করো বাংলা ভাষার জন্য ।

 

বিজয় দিবস ,

তুমি কান্না করছো কেন ?

 

ওরা আবার,

ক্ষমতায় আসার জন্য করছে পায়তারা !

লক্ষ প্রাণের বিনিময়ে এসেছে লাল সবুজের পতাকা ।

 

বাংলাদেশ তুমি নীরব কেন ?

ভয়ানক শয়তানদের তোমার চোখে পড়ে না ।

 

 

লেখক:বিতার্কিক-শিক্ষার্থী,সাংবাদিকতা বিভাগ,পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি,খুলশী,চট্টগ্রাম।

Bootstrap Image Preview