Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ধুনটে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

রফিকুল আলম, ধুনট (বগুড়া) প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০১৮, ১১:৫৮ AM
আপডেট: ১৩ ডিসেম্বর ২০১৮, ১১:৫৮ AM

bdmorning Image Preview


একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বগুড়ার ধুনট উপজেলায় ভোটগ্রহণ কর্মকর্তাদের একদিনের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) সকাল ১০টার দিকে ধুনট এনইউ সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে প্রশিক্ষক কর্মশালার উদ্বোধন করেন, সহকারী রিটার্নিং অফিসার ও ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজিয়া সুলতানা।

এ উপলক্ষে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন, ধুনট উপজেলা নির্বাচন অফিসার শফিকুর রহমান আকন্দ।

সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন, শেরপুর উপজেলা নির্বাচন অফিসার আছিয়া খাতুন, বগুড়া সদর উপজেলা নির্বাচন অফিসার জাকির হোসেন প্রমুখ। 

উল্লেখ্য, ধুনট উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ২১ হাজার ২৭০জন। ভোট কেন্দ্র ৮৭টি ও ভোট কক্ষের সংখ্যা ৪১৯টি। এসব কেন্দ্রে ভোট গ্রহণের জন্য ৯৭জন প্রিজাইডিং, ৪২০জন সহকারী প্রিজাইডিং ও ৮৫০জন পোলিং অফিসার প্রশিক্ষক কর্মশালায় অংশ নিয়েছে।

 

Bootstrap Image Preview