Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

বিভিন্ন সামাজিক মাধ্যমে অপপ্রচার, গ্রেফতার ১

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০১৮, ১১:১৬ AM
আপডেট: ১৩ ডিসেম্বর ২০১৮, ১১:১৮ AM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


বিভিন্ন অনলাইন নিউজ পোর্টাল, ফেসবুক পেজ ব্যবহার করে সরকারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানহানিকর আক্রমণাত্মক মন্তব্য, প্রপাগান্ডা ও অপপ্রচারের দায়ে মোঃ রবিউল আউয়াল ওরফে সোহাগ (২৪) নামে একজনকে গ্রেফতার করেছে ডিএমপি’র সাইবার সিকিউরিটি বিভাগ।

এ সময় তার নিকট হতে একটি মোবাইল, একটি ল্যাপটপ ও আপত্তিকর পোস্টের ৮ পাতা স্ক্রীনশট  এবং পরবর্তীতে তার দেখানো মতে কুমিল্লা থেকে এক কম্পিউটার সিপিইউ জব্দ করা হয়।

সাইবার সিকিউরিটি বিভাগ সূত্রে জানা যায়, অনলাইনে মিথ্যা খবর, প্রপাগান্ডা, উস্কানি ও বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের মধ্যে বিভ্রান্ত্রিমূলক তথ্যসহ রাষ্ট্রীয় ভাবমূর্তি ক্ষুন্ন করে এমন অপপ্রচারের বিরুদ্ধে সক্রিয় ছিল ডিএমপি’র সাইবার সিকিউরিটি বিভাগের সোস্যাল মিডিয়া মনিটরিং টিম। সক্রিয় ভূমিকায় থেকে গত ১ মাসেরও অধিক সময় ধরে বিভিন্ন অনলাইন নিউজ পোর্টাল ও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নজর রাখছে সোস্যাল মিডিয়া মনিটরিং টিম। এ সময়ের মধ্যে কিছু অনলাইন পোর্টাল ও ফেসবুক পেজে প্রচারিত খবর বা পোস্ট মনিটরিং টিমের নজরে আসে।  যা ছিল রাষ্ট্র, সরকার, সরকারি প্রতিষ্ঠান ও সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে অপপ্রচার। আলামত হিসেবে ঐ সমস্ত অপপ্রচারের সংবাদ স্ক্রীন শর্ট নিয়ে সংরক্ষণ করা হয়।

প্রযুক্তিগত ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অপপ্রচারকারী গ্রেফতারকৃত রবিউলকে সনাক্ত করে সোস্যাল মিডিয়া মনিটরিং টিম। ১০ ডিসেম্বর ২০১৮ তারিখ রাত ১০ টায়  ভাটারা থানাধীন খিলবাড়ির টেক এলাকায় অভিযান করে রবিউল আউয়ালকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, অনলাইন পোর্টাল ব্রেকিংনিউজ২৪, প্রিয়নিউজবিডি, ওয়ানবিডি.নিউজ, সোনারবাংলা২৪.নেটসহ অসংখ্য নিউজ পোর্টাল ও ফেসবুক পেজ পরিচালনা করে রাষ্ট্র, সরকার ও সরকারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অপপ্রচার চালাত রবিউল। তার এ সকল কর্মকান্ডে কয়েকজন সহযোগী রয়েছে এমন তথ্য সে পুলিশকে জানায়।

এ সংক্রান্তে ডিএমপি’র রমনা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা রুজু হয়েছে। তদন্তকারী কর্মকর্তা ৭ দিনের রিমান্ড চেয়ে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করেন। সেই সাথে পলাতক অন্যান্য সহযোগীদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।

Bootstrap Image Preview