Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কমলাপুরে ১.৫ কেজি বিস্ফোরকসহ জেএমবি’র ৩ সদস্য গ্রেফতার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০১৮, ১১:০৭ AM
আপডেট: ১৩ ডিসেম্বর ২০১৮, ১১:০৮ AM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


রাজধানীর কমলাপুর রেলস্টেশন এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জেএমবি’র ৩ সদস্যদেরকে গ্রেফতার করেছে ডিএমপি’র কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম এর স্পেশাল এ্যাকশন গ্রুপ ।

এ সময় তাদের কাছ থেকে ৩০ টি কমান্ডো নাইফ, ০১ টি ডাবল এডজ, ০১ টি মিশেট, ৩০ টি আইইডি কন্টেইনার এবং ১.৫ কেজি বিস্ফোরক উদ্ধার করা হয় ।

সিটিটিসি সূত্রে জানা যায়- ১২ ডিসেম্বর  বুধবার রাত ৮ টায় রাজধানীর কমলাপুর রেলস্টেশন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয় । গ্রেফতারকৃতরা  হলো- আব্দুল হাকিম, নোমান ও শফি ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়- আব্দুল হাকিম জেএমবি’র কক্সবাজার অঞ্চলের আঞ্চলিক প্রধান । ২০১৩ সালে সে জেএমবিতে যোগ দেয় । জেএমবিতে যোগদানের পূর্বে সে ইসলামিক বই-পুস্তক বিক্রি করতো । গ্রেফতারকৃত নোমান জেএমবি’র চট্টগ্রাম অঞ্চলের আসকরী (সামরিক ) প্রধান এবং শফি জেএমবি’র আসকরী সদস্য । এদের সকলের বাড়ী কক্সবাজার জেলায় ।

তারা আসন্ন নির্বাচনে টার্গেট কিলিং এবং থার্টি ফাস্ট নাইটে কক্সবাজারে নাশকতার পরিকল্পনা করছিল ।

Bootstrap Image Preview