Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

দিনাজপুর-৫: ভোটের লড়াইয়ে জেলার দুই প্রধান নেতা

হারুন-উর-রশীদ, দিনাজপুর (ফুলবাড়ী) প্রতিনিধিঃ
প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০১৮, ১০:৫৭ PM
আপডেট: ১২ ডিসেম্বর ২০১৮, ১০:৫৭ PM

bdmorning Image Preview
বামে আ.লীগ প্রার্থী, ডানে বিএনপি প্রার্থী


দিনাজপুরের ফুলবাড়ী ও পার্বতীপুর উপজেলা নিয়ে গঠিত দিনাজপুর-৫ আসনে ভোটের লড়াইয়ে আওয়ামী লীগ ও বিএনপির দিনাজপুর জেলার দুই প্রধান নেতা আনুষ্ঠানিকভাবে প্রচারণায় নেমেছেন।

ক্ষমতাশীন দল আওয়ামী লীগের ৭ম বারের ন্যায় মনোনীত হয়েছেন দিনাজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি, প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার।

অপরদিকে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৫ম বারেও মনোনয়ন পেয়েছেন দিনাজপুর জেলা বিএনপির সফল আহ্বায়ক ও কেন্দ্রিয় নির্বাহী কমিটির সদস্য (সাবেক সাংসদ) এজেডএম রেজওয়ানুর হক।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য জাতীয়তাবাদী দল বিএনপি এই আসনে দুই জনকে দলিয় মনোনয়ন দিলেও, গত শুক্রবার বিকালে চুড়ান্ত তালিকায় এজেড এম রেজওয়ানুল হককে দলিয় প্রার্থী হিসেবে মনোনীত করেছে কেন্দ্র।

এ দিকে বিএনপির চুড়ান্ত তালিকায় এজেডএম রেজওয়ানুর হককে মনোনীত করায় বিএনপির নেতাকর্মীদের মাঝে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা।

ফুলবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাক আহম্মেদ চৌধুরী খোকন বলছেন, ১০ বছর পর জনগণ ভোট দেয়ার সুযোগ পেয়েছে, জনগণ তাদের ভোটের অধিকার ও গণতন্ত্র উদ্ধারের জন্য বিএনপিকে ভোট দিবে, এতে তাদের বিজয় সুনিশ্চিত।

তবে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলছেন, এই অঞ্চরের মাটি মানুষের নেতা প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার, তাকে আবারো ভোট দিয়ে ৭ম বারের ন্যায় নির্বাচিত করবে জনগণ।

আওয়ামী লীগ বিএনপি ছাড়াও এই আসনে এখন পর্যন্ত ভোটের লড়াইয়ে মাঠে আছেন আরো ৪ জন। জাতীয় পাটি (এরশাদ) এর মনোনিত প্রার্থী সোলায়মান সামী, বাংলাদেশ ইসলামী আন্দোলন এর মনোনিত প্রার্থী মওঃ মতিউর রহমান, ন্যাশনাল পিপলস পাটি মনোনিত প্রার্থী শওকত আলী,বাংলাদেশ মুসলিমলীগ এর প্রার্থী শফিকুল ইসলাম।

এ দিকে সরকার দলীয় আওয়ামী লীগ প্রার্থী সোমবার উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভার মাধ্যমে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করলেও একদিন পর মঙ্গলবার থেকে আনুষ্ঠানিক প্রচারণায় নেমেছেন বিএনপি প্রার্থী।

এবার আওয়ামী লীগ প্রার্থীর প্রচারণায় অংশ নিচ্ছেন উপজেলা পরিষদ সদস্য কামরুজ্জামান কামরু, পৌর প্যানেল মেয়র মামুনুর রশিদ, মন্ত্রী‘র দুই মেয়েসহ আওয়ামী লীগের নেতাকর্মীগণ। অপরদিকে, বিএনপি প্রার্থী তার দলের দীর্ঘদিনের ত্যাগী নেতাকর্মীদের নিয়েই মাঠে থাকছেন।

Bootstrap Image Preview