Bootstrap Image Preview
ঢাকা, ১৮ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

১০ বছর পর পরিচালনায় আসছেন এ টি এম শামসুজ্জামান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০১৮, ০৯:১১ PM
আপডেট: ১১ ডিসেম্বর ২০১৮, ০৯:১১ PM

bdmorning Image Preview


একুশে পদক ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গুণী অভিনেতা এ টি এম শামসুজ্জামান দীর্ঘ ১০ বছর পর আবারও চলচ্চিত্র নির্মাণ করছেন। তিনি তার প্রথম সিনেমা ‘এবাদত’ নির্মাণ করেছিলেন ২০০৯ সালে।

এই প্রসঙ্গে এ টি এম শামসুজ্জামান বলেন,‘আমি সবসময় ছবি নির্মাণের কথা চিন্তা করি। আর বেশ কিছুদিন ধরেই আমি ছবির গল্প নিয়ে ভাবছিলাম এবং সেটির চিত্রনাট্যও এবার আমি নিজেই করেছি। আমার জীবনে আমি অনেক কিছুই বলতে পারিনি। কিন্তু সেই না বলা গল্পগুলোই এই ছবিটির মধ্য দিয়ে তুলে আনার চেষ্টা করব এবং এটি হবে আমার জীবনের স্বপ্নের একটি চলচ্চিত্র।’

ছবিতে অভিনয় করবেন কে বা কারা সে সম্পর্কে তিনি বলেন, ‘আমি সেটা এখন বলতে চাচ্ছি না। শিল্পীদের বিষয়ে কিছুটা চমক আমি রাখতে চাই। এটি চূড়ান্ত যে, আগামী বছরেই ছবির শুটিং শুরু করব।’

গুণী এই অভিনেতা এখন পর্যন্ত মোট পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। ‘অপেক্ষা’, ‘ম্যাডাম ফুলি’, ‘চুড়িওয়ালা’, ‘মন বসে না পড়ার টেবিলে’, ‘চোরাবালি’ এই ছবিগুলোতে অভিনয়ের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান এবং ২০১৫ সালে তিনি পেয়েছেন রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মাননা একুশে পদক।

Bootstrap Image Preview