Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

'নসরুল হামিদ প্রমিলা হ্যান্ডবল টিম'কে জার্সি প্রদান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০১৮, ০৮:১৮ PM
আপডেট: ১১ ডিসেম্বর ২০১৮, ০৮:২৪ PM

bdmorning Image Preview


পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও মেয়েদের এগিয়ে নিতে কেরানীগঞ্জে গঠন করা হয়েছে 'নসরুল হামিদ প্রমিলা হ্যান্ডবল টিম'। দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও নারীদের সফল করতে ও দক্ষ খেলোয়াড় হিসেবে গড়ে তুলতে এ হ্যান্ডবল টিম গঠন করা হয়।

মঙ্গলবার (১১ ডিসেম্বর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু হ্যান্ডবল টিমের সদস্যদের মাঝে নতুন জার্সি বিতরণ করেন।

এ বিষয়ে নসরুল হামিদ তার ফেসবুক পেজে লিখেছেনঃ

নতুন জার্সি পেয়ে আমাদের প্রমিলা হ্যান্ডবল দলের মেয়েরা অত্যন্ত আনন্দিত। তাদের চোখে এখন বিশ্ব জয়ের স্বপ্ন। পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও কেরানীগঞ্জের মেয়েদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য গঠন করা হয়েছে 'নসরুল হামিদ প্রমিলা হ্যান্ডবল টিম'।

কেরানীগঞ্জে মেয়েদের ক্রীড়া প্রতিযোগিতার যাত্রা প্রমিলা হ্যান্ডবল দিয়েই শুরু হয়েছিল, ইতোমধ্যে কয়েকটি টুর্নামেন্টও খেলেছে তারা, পেয়েছে বিজয়ের আনন্দ।

পর্যায়ক্রমে আমাদের মেয়েদের জন্য দাবা, টি-২০ ক্রিকেটসহ সকল ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণের সুবিধা নিশ্চিত করা হচ্ছে। 'নসরুল হামিদ স্পোর্টস একাডেমি' -এর উদ্যোগে কেরানীগঞ্জ জুড়ে চলছে খেলাধূলার আয়োজন।

আমাদের কেরানীগঞ্জের মেয়েরা দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও সফল হবে, দক্ষ খেলোয়াড় হিসেবে গড়ে উঠবে এবং দেশের মুখ উজ্জ্বল করবে। বিশ্ব জয়ের স্বপ্ন পূরণ করবে আমাদের মেয়েরা।

Bootstrap Image Preview