Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

তিন ড্রয়ের পর ম্যানইউয়ের স্বস্তির জয়, সিটির হার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ ডিসেম্বর ২০১৮, ০১:৫৭ PM
আপডেট: ০৯ ডিসেম্বর ২০১৮, ০১:৫৭ PM

bdmorning Image Preview


অবশেষ জয়ে ফিরল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড৷ ম্যাঞ্চেস্টার সিটির মাঠে হারের পর গত তিন ম্যাচ ড্র করেছিল ম্যান ইউ৷ কিন্তু শনিবার ওল্ড ট্র্যাফোর্ডে ফুলহ্যামকে ৪-১ গোলে হারিয়ে জয়ের সরণিতে ফিরল ইউনাইটেড। অন্য ম্যাচে চেলসির কাছে হেরে শীর্ষস্থান হারাল ম্যান সিটি৷

ওল্ড ট্র্যাফোর্ডে ম্যাচের ১৩ মিনিটে অ্যাশলে ইয়ংয়ের দারুণ নৈপুণ্যে এগিয়ে যায় ইউনাইটেড। এক জনকে কাটিয়ে বাঁ-দিক দিয়ে ডি-বক্সে ঢুকে জোরাল শটে ফুলহ্যামের জালে বল জড়ান ইয়ং৷ ইউনাইটেডের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৯ ম্যাচের পর গোলের মুখ দেখল এই ইংরেজ স্ট্রাইকার৷

২৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে ম্যান ইউ। একাদশে ফেরা রোমেলু লুকাকুর পাস ধরে বাঁ-দিক দিয়ে ডি-বক্সে ঢুকে পেনাল্টি স্পটের কাছে বল বাড়ান মার্কাস র‌্যাশফোর্ড। প্রথম ছোঁয়ায় নিচু শটে গোলরক্ষককে পরাস্ত করেন স্প্যানিশ মিডফিল্ডার হুয়ান মাতা। সেই সঙ্গে স্পেনের পঞ্চম ফুটবলার হিসেবে ইংলিশ প্রিমিয়র লিগে ৫০ গোলের মাইলফলক স্পর্শ করেন মাতা।

৪২ মিনিটে লুকাকু ব্যবধান আরও বাড়ায়৷ সেই সঙ্গে ম্যাচের রাশ চলে যায় প্রতিযোগিতার সফলতম ক্লাবটির হাতে। ডি-বক্সের মুখে মাতার বাড়ানো বল বাঁ-পায়ের শটে ফুলহ্যামের জালে পাঠাতে ভুল করেননি বেলজিয়াম স্ট্রাইকার। ৬৭ মিনিটে ফরাসি ফরোয়ার্ড আবুবাকা স্পট-কিকে ব্যবধান কমালেও পরের মিনিটেই র‌্যাশফোর্ডকে ফাউল করে দ্বিতীয় হলুদ-কার্ড দেখে মাঠ ছাড়েন ক্যামেরুনের মিডফিল্ডার জাম্বো আগিসা। ১০ জনের দল নিয়ে বাকি সময়ে লড়াইও করতে পারেনি ফুলহ্যাম। ৮২ মিনিটে আরও একটি গোল হজম করে শেষ ছ’ ম্যাচ হারা দলটি। ডি-বক্সের বাঁ-দিক থেকে জোরালো শটে করেন ইংলিশ ফরোয়ার্ড র‌্যাশফোর্ড।

স্ট্যামফোর্ড ব্রিজে ম্যান সিটিকে ২-০ হারায় চেলসি৷ লিগে টানা ২১ ম্যাচ অপরাজিত থাকার পর প্রথম হারের স্বাদ পেল সিটি। এর আগে গত এপ্রিলে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের কাছে ঘরের মাঠে ২-৩ গোলে হেরেছিল গুয়ার্দিওলার দল। আর অ্যাওয়ে ম্যাচে ১৪ ম্যাচ পর হারল তারা। কঁতের গোলে চেলসি এগিয়ে যাওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন দাভিদ লুইস। শেষ পাঁচ ম্যাচে চেলসির এটি দ্বিতীয় জয়।

১৬ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে দ্বিতীয় স্থানে রয়েছে গতবারের চ্যাম্পিয়ন ম্যান সিটি৷ সমসংখ্যক ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে এল লিভারপুল৷ ১৬ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে তিন নম্বরে টটেনহ্যাম৷ আর সমসংখ্যক ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে ছ’ নম্বরে ম্যান ইউ৷

Bootstrap Image Preview