Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আমিরাতের প্রেসিডেন্টের উপদেষ্টা পরিষদের অর্ধেকেই হচ্ছেন নারী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ ডিসেম্বর ২০১৮, ০১:০৫ PM
আপডেট: ০৯ ডিসেম্বর ২০১৮, ০১:০৫ PM

bdmorning Image Preview


সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রেসিডেন্টের উপদেষ্টা (অ্যাডভাইজরি) পরিষদের মোট সদস্যের অর্ধেকই হতে যাচ্ছেন নারী। ইউএই-এর প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ আল-নাহিয়ান এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

শনিবার (৮ ডিসেম্বর) দেশটির রাষ্ট্রনিয়ন্ত্রিত সংবাদমাধ্যম ওয়াম নিউজের বরাতে এ তথ্য জানা গেছে। 

জানা গেছে, আগামী বছর পুর্নব্যস্ত করার সময় প্রেসিডেন্টের উপদেষ্টা পরিষদে ৫০ শতাংশ নারী সদস্যের অর্ন্তভুক্তি নিশ্চিত করা হবে।

উল্লেখ্য, আরব আমিরাতের প্রেসিডেন্টের উপদেষ্টা পরিষদে নারীদের নিয়োগ দেওয়া হয় ৯ থেকে ২০ বছরের জন্য। মন্ত্রিপরিষদ গঠন বা বরখাস্তের বিষয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে না পারলেও সরকারের বাজেট ও আইন পাশের বিষয়ে মতামত দিতে পারেন তারা। 

বর্তমানে ৪০ সদস্য বিশিষ্ট ওই উপদেষ্টা পরিষদের সভাপতি একজন নারী। তার নাম আমাল আল কুবাইসি। 

Bootstrap Image Preview