Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

দোষীসাব্যস্ত হলে ৩০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে হুয়াওয়ের প্রধান কর্মকর্তার!

আন্তর্জাতিক ডেস্ক-
প্রকাশিত: ০৯ ডিসেম্বর ২০১৮, ০১:০৩ PM
আপডেট: ০৯ ডিসেম্বর ২০১৮, ০১:০৪ PM

bdmorning Image Preview


চীনা টেলিকম জায়ান্ট হুয়াওয়ের প্রধান কর্মকর্তার বিরুদ্ধে ইরান নিষেধাজ্ঞা লংঘনের অভিযোগ ওঠেছে। শুক্রবার কানাডার আদালতের শুনানিতে এ অভিযোগের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে বলে জানিয়েছে বিবিসি।

হুয়াওয়ের প্রতিষ্ঠাতা রেন ঝেংফেইর মেয়ে মেং গত ১ ডিসেম্বর ভ্যাঙ্কুবারে গ্রেপ্তার হন। মেং তার গ্রেপ্তারের বিষয়ে বিস্তারিত কিছু প্রকাশ না করার অনুরোধ জানানোর পর বুধবার এ হুয়াওয়ে নির্বাহীর আটকের খবর জানাজানি হয়। যুক্তরাষ্ট্র ও চীনের চলমান বাণিজ্য যুদ্ধের উত্তেজনার মধ্যেই মেংকে গ্রেপ্তারের এ ঘটনা ঘটল। এতে দুই দেশের মধ্যে বড় ধরনের কূটনৈতিক সংঘাতের ঝুঁকি সৃষ্টি হয়েছে। অশুভ ছায়া পড়েছে চীন-যুক্তরাষ্ট্রের মধ্যকার আপাতত বাণিজ্যযুদ্ধ বিরতির সম্ভাবনাতেও।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র সাংবাদিকদের বলেন, কোনো কারণ না জানিয়ে এভাবে কাউকে গ্রেপ্তার করাটা তার মানবাধিকারের লঙ্ঘন।

মেং হুয়াওয়ের সহযোগী প্রতিষ্ঠান স্কাইকমকে ব্যবহার করে ২০০৯ থেকে ২০১৪ পর্যন্ত ইরানের ওপর যুক্তরাষ্ট্রের দেওয়া নিষেধাজ্ঞা ভেঙেছেন বলে অভিযোগ ওয়াশিংটনের। দোষীসাব্যস্ত হলে যুক্তরাষ্ট্রে হুয়াওয়ের এই ডেপুটি চেয়ারম্যানের সর্বোচ্চ ৩০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

Bootstrap Image Preview