Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মেসির জোড়া গোলে বার্সার দুর্দান্ত জয়

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ ডিসেম্বর ২০১৮, ১১:৫৮ AM
আপডেট: ০৯ ডিসেম্বর ২০১৮, ১১:৫৮ AM

bdmorning Image Preview


লা লিগায় শনিবার রাতে  এস্প্যানিওলকে তাদেরই মাঠেই ৪-০ গোলে হারালো বার্সা। এই ফ্রি-কিক দুটি গোল করেছেন বার্সা তারকা লিওনেল মেসি।দলের হয়ে অন্য দুইটি গোল করেছেন লুইস সুয়ারেজ ও উসমান ডেম্বেলে।

শনিবার এস্পানিওলের মাঠে ম্যাচের ১৭ মিনিটেই এগিয়ে যায় বার্সেলোনা। মেসির বা পা-থেকে ডি বক্সের  প্রায় ২৭ গজ দূর থেকে চমৎকার এক ফ্রি-কিকে প্রতিপক্ষের জালে বল জড়ান তিনি৷আর এই গোলের মধ্য দিয়ে প্রথম ফুটবলার হিসেবে লা লিগায় টানা ১৩টি মৌসুম ১০টির বেশি গোল করার রেকর্ড গড়লেন তিনি।

ম্যাচে দ্বিতীয় গোলেও অবদান মেসির৷ ম্যাচের  ২৬ মিনিটে লিওনেল মেসি ডি-বক্সে বাঁ-দিকে থেকে এক জনকে কাটিয়ে উঁচু করে বল সামনে থাকা দেম্বেলেকে বাড়িয়ে দেন। ফলে সহজেই বল জালে জড়ায় দেম্বেলে।

৩৬ মিনিটে মেসির পাস পেয়ে পোস্টে মেরে সুযোগ নষ্ট করেন সুয়ারেজ।কয়েকবার হতাশ করা সুয়ারেজ অবশেষে ৪৫ মিনিটে গোলের দেখা পান৷ দেম্বেলের পাস ধরে এগিয়ে গিয়ে বাইলাইনের কাছ থেকে উরুগুয়ের স্ট্রাইকারের শট গোলরক্ষকের পায়ে লেগে জালে জড়ায়। চলতি লিগে এটি ১০ নম্বর গোল সুয়ারেজের।

বিরতির পর ৬৪ মিনিটে আক্রমণভাগে ফ্রি কিক পায় বার্সা। ফ্রি কিক নিতে আসেন লিওনেল মেসি। আবারো বাম পায়ের জাদুকরী শটে মুগ্ধ করেন দর্শকদের। তার নেওয়া শট গোলপোস্টের উপরের বাম কোণা দিয়ে জালে আশ্রয় নেয়। বাকি সময়ে অবশ্য আর কোনো গোল হয়নি। তাতে ৪-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে মেসি-সুয়ারেজরা।

এই জয়ে ১৫ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে আছে বার্সেলোনা। দ্বিতীয় স্থানে থাকা সেভিয়ার পয়েন্ট ২৮।এদিন অন্য একটি ম্যাচে আলাভেসকে ৩-০ গোলে হারিয়ে তিন নম্বরে রয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। অন্যদিকে ২৩ পয়েন্ট নিয়ে তালিকার ৫ নম্বরে আছে রিয়াল মাদ্রিদ।

Bootstrap Image Preview