Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ইবিতে ৬৩১ আসন শূণ্য

ইবি প্রতিনিধি
প্রকাশিত: ০৮ ডিসেম্বর ২০১৮, ০৬:৩০ PM
আপডেট: ০৮ ডিসেম্বর ২০১৮, ০৬:৩০ PM

bdmorning Image Preview


ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় মেধাতালিকায় স্থান প্রাপ্তদের ভর্তি সম্পন্ন হয়েছে। অপেক্ষামানদের জন্য চারটি ইউনিটে মোট ৬৩১টি আসন শূন্য রয়েছে।

শনিবার (৮ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক শাখার পরিচালক এটিএম এমদাদুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। 

বিশ্ববিদ্যালয়ের একাডেমিক শাখা সূত্রে জানা যায়, আটটি অনুষদের অধীনে ৩৩টি বিভাগের মোট ২২৭৫ টি আসনের বিপরীতে মেধাতালিকা থেকে ১৬৪৪ জন শিক্ষার্থী ভর্তি হয়েছে। ভর্তি শেষে চারটি ইউনিটে বিভিন্ন বিভাগে মোট ৬৩১ টি আসন শূন্য রয়েছে।

চারটি ইউনিটের মধ্যে ধর্মতত্ত্ব অনুষদভুক্ত 'এ' ইউনিটের  ২৪০ টি আসনের মধ্যে ১৮ টি এবং মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত 'বি' ইউনিটের ১০৩৫ টি আসনের মধ্যে ২৫৬ টি আসন শূন্য রয়েছে। ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত 'সি' ইউনিটের ৪৫০টি আসনের মধ্যে ১১২ টি এবং 'ডি' ইউনিটে ৫৫০ টি আসনের মধ্যে ২৪৫ টি আসন শূন্য রয়েছে।

এদিকে আগামী ৯ ডিসেম্বর ধর্মতত্ত্ব অনুষদভুক্ত ‘এ’ এবং ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের অপেক্ষমান সাক্ষাতকার অনুষ্ঠিত হবে। সাক্ষাতকারে উপস্থিত শিক্ষার্থীদের আগামী ১২ ডিসেম্বরের  মধ্যে ভর্তির কার্যক্রম সম্পন্ন করতে হবে। এদিকে সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘বি’ এবং ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের অপেক্ষমানদের সাক্ষাতকার ২২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এবং আগামী ২৪ ডিসেম্বরের  মধ্যে ভর্তির কার্যক্রম সম্পন্ন করতে হবে।

উল্লেখ্য, ভর্তি সংক্রান্ত সকল তথ্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট ( www.iu.ac.bd/addmission) এ পাওয়া যাবে।

Bootstrap Image Preview