Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

আ.লীগের বিরুদ্ধে মনোনয়ন বাণিজ্যের কোনো অভিযোগ নেইঃ কাদের

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ ডিসেম্বর ২০১৮, ০৪:২০ PM
আপডেট: ০৮ ডিসেম্বর ২০১৮, ০৪:২০ PM

bdmorning Image Preview


আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মনোনয়ন বাণিজ্যের কারণে মনোনয়ন বঞ্চিতরা বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের হামলা চালিয়েছেন।  আওয়ামী লীগের বিরুদ্ধে মনোনয়ন বাণিজ্যের কোনো অভিযোগ নেই। 

আজ শনিবার (৮ ডিসেম্বর) দুপুরে নিজ নির্বাচনী এলাকা নোয়াখালীর কবিরহাট উপজেলার বাটইয়া ইউনিয়নের ছুন্নারদীঘি মাদ্রাসা প্রাঙ্গণে স্থানীয় লোকজনের সাথে দেখা করতে এসে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

আ’লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আরও বলেন, ব্যারিস্টার মওদুদ জনপ্রিয়তা হারিয়েছেন। জনগণ তার সাথে নেই, তাই ককটেল ফাটিয়ে জনগণের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছেন। মূলত তার দলের লোকজন বিশৃঙ্খলা সৃষ্টি করে অন্যের উপর দোষ চাপাচ্ছে। তিনি নির্বাচনী শোডাউনের নামে আচরণবিধি লঙ্ঘন করেছ।

এ সময় জেলা পরিষদের চেয়ারম্যান ডা. এবিএম জাফর উল্যাহ, কবিরহাট পৌরসভার মেয়র জহিরুল হক রায়হান, কবিরহাট উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল আমিন রুমি, ডা. এ কেএম জাফর উল্যাহ, জেলা পরিষদ সদস্য আলাবক্স টিটুসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, চাঁদপুর-১ আসনে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলনকে মনোনয়ন না দেওয়ায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের মূল ফটকে তালা ঝুলিয়ে দিয়েছেন তার সমর্থকরা।

শনিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তার পক্ষে স্লোগান দেন নেতাকর্মীরা। পরে মিলনকে মনোনয়ন দেওয়ার দাবি জানিয়ে নয়াপল্টন কার্যালয়ে মূল ফটকে তালা ঝুলিয়ে দেন তারা। এ সময় তারা তাদের দাবির স্বপক্ষে ‘প্রতিবাদ মিছিল’ লেখা একটি ব্যানার ফটকে ঝুলিয়ে দেন।

এর আগে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সঙ্গে দেখা করে ক্ষোভের কথা জানান সমর্থকরা। ওই আসনে মিলনের পরিবর্তে মালয়েশিয়া বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেনকে মনোনয়ন দিয়েছে বিএনপি।

Bootstrap Image Preview