Bootstrap Image Preview
ঢাকা, ২৩ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

গাধার সুরেলা কণ্ঠের গান সোশ্যাল মিডিয়ায় ভাইরাল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ ডিসেম্বর ২০১৮, ০৪:০৫ PM
আপডেট: ০৮ ডিসেম্বর ২০১৮, ০৪:০৬ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


২০১৮ সালের সংবাদ শিরোনাম দেখলে মনে হতেই পারে, এই বছরটা ছিল গাধাদের সময়। আগস্ট মাসে খবরে আসে কর্নাটকের কালবুর্গির গাধা পান্নালাল। সে মানুষের ভাগ্য বলে দিয়ে রীতিমতো শোরগোল ফেলে দেয়। এরপর অক্টোবরে শিরোনামে আসে আয়ারল্যান্ডের কনেমারার গাধা হ্যারিয়েট। তার গুণ, সে গান গাইতে পারে। ‘গাধার গান’ বলে কানে আঙুল দেবেন না, হ্যরিয়েটের গান রীতিমতো সুরেলা। 

ডিসেম্বরে আবার শিরেনামে গাধা। এবার আবার ভারত। স্থানীয় গণমাধ্যমের খবরে জানা যায়, মহারাষ্ট্র নিবাসী স্ত্রী-গাধা এমিলিও ‘সঙ্গীতজ্ঞ’। আয়ারল্যান্ডের হ্যারিয়েটকে টেক্কা দিয়ে এমিলি গলা খুলে গান গাইছে। তার গানের ভিডিও এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

জানা গেছে, এমিলিকে পুনে থেকে উদ্ধার করে ‘রেসকিউ’ নামের এক পশুসেবী সংস্থা। তাদের তত্ত্বাবধানেই বহাল তবিয়তে রয়েছে সে। ‘রেসকিউ’-এর আস্তাবলেই জানা যায় এমিলির সঙ্গীত প্রতিভার কথা। 

আপাতত ‘গাধার গান’এ পিছিয়ে রইল না ভারত। এমিলির কল্যাণে ভারত টেক্কা দিচ্ছে আয়ারল্যান্ডকে।

Bootstrap Image Preview