Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

বিএনপির কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছে মনোনয়ন বঞ্চিতরা!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ ডিসেম্বর ২০১৮, ০৩:০৩ PM
আপডেট: ০৮ ডিসেম্বর ২০১৮, ০৩:০৩ PM

bdmorning Image Preview


আসন্ন একাদশ জাতীয় নির্বাচনে মনোনয়নের দাবিতে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের তালা দিয়েছে দলের সমর্থকরা। বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, চাঁদপুরের কচুয়ার সাবেক সংসদ সদস্য (এমপি) ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনকে মনোনয়ন না দেয়ার বিক্ষোভ করছেন তার সমর্থকরা।

আজ শনিবার দুপুরে প্রথমে নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে পরে রাস্তায় নেমে বিক্ষোভ করতে থাকেন এহসানুল হক মিলনের কর্মী সমর্থকরা। এ সময় মাথায় কাফনের কাপড় পরে নানা শ্লোগানের মধ্য দিয়ে এহসানুল হকের মনোনয়ন দাবি করেন তারা।

বিক্ষোভের একপর্যায়ে তারা কার্যালয়ে মূল গেটে তালা দিয়ে দেয়। এসময় সংবাদ সম্মেলন থাকায় ভেতরে আটকা পরেন সাংবাদিকরা। পরবর্তিতে সাংবাদিক পরিচয় দেওয়ায় কিছুক্ষণের জন্য তালা খুলে দেয় বিক্ষোভকারীরা।

এসময় মোশাররফের অবৈধ মনোনয়ন মানি না মানবো না। মিলন ভাইকে মনোনয়ন দিতে হবে বলেও স্লোগান দিতে থাকে মিলনের কর্মী সমর্থকরা।

এহসানুল হক মিলনের সমর্থকরা দাবি করেন, যেই মোশাররফকে মনোনয়ন দেয়া হয়েছে তিনি কখনো এলাকায় থাকেন না। এলাকার মানুষের জন্য কখনো কোনো কাজ করেনি। তিনি আদম ব্যবসায়ী মানুষের টাকা মেরে খায়।

মিলনের সমর্থকরা বলেন, যতক্ষণ পর্যন্ত মিলনকে মনোনয়ন না দেয়া হবে ততক্ষণ তালা খোলা হবে না।

গতকাল আইনজীবী, বিএনপির আইন সম্পাদক সানাউল্লাহ মিয়াকে নরসিংদী-৩ দেয়ায় বিক্ষোভ করেছে তার সমর্থকরা।

Bootstrap Image Preview